Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মহান পরিব্রাজক স্বামী বিবেকানন্দ ! তিনি ১৮৮৮ সালে পরিব্রাজক রূপে বেলুড় মঠ ত্যাগ করেন। সেই মহান পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দের সঙ্গী ছিল কমণ্ডলু, লাঠি, এবং তাঁর প্রিয় দুটি গ্রন্থ ভগবদ্গীতা ও ইশানুসরণ। তিনি ৫ বছর ধরে সারা ভারত ভ্রমণ করেন প্রত্যেক শিক্ষাকেন্দ্র দর্শন করেন ও বিভিন্ন ধর্মসম্প্রদায় ও সমাজব্যবস্থার সাথে সুপরিচিত হন। সমগ্র ভারত পর্যটনের সময় তিনি বিভিন্ন পণ্ডিত, দেওয়ান, রাজা, এবং হিন্দু, মুসলমান, খ্রিষ্টান এমনকি নিম্নবর্ণীয় মানুষের সাথে মেলামেশা করেছিলেন।
এক নজরে দেখুন ——-
১. পরিব্রাজক কালে ১৮৮৮ সালে বারাণসীতে তাঁর সঙ্গে সাক্ষাত হয় বিশিষ্ট বাঙালি লেখক ভূদেব মুখোপাধ্যায় ও বিশিষ্ট সন্ত মহান ত্রৈলঙ্গস্বামীর। বারাণসীর পর তিনি যান অযোধ্যা, লখনউ, আগ্রা, বৃন্দাবন, হথরাস ও হৃষীকেশে।
২. ১৮৯০ সালে গুরুভ্রাতা স্বামী অখণ্ডানন্দের সঙ্গে তিনি পুনরায় পরিব্রাজক সন্ন্যাসীর রূপে দেশভ্রমণে যান। তিনি গিয়ে ছিলেন নৈনিতাল, আলমোড়া, শ্রীনগর, দেরাদুন, ঋষিকেশ, হরিদ্বার এবং হিমালয়ে। গুরুভ্রাতা স্বামী ব্রহ্মানন্দ, সারদানন্দ, তুরীয়ানন্দ, অখণ্ডানন্দ ও অদ্বৈতানন্দের সঙ্গে তাঁর দেখা হয়। সেখানে কিছুদিন একসঙ্গে তাঁরা জপধ্যান, প্রার্থনা ও শাস্ত্রপাঠে অতিবাহিত করেন।
আরো পড়ুন :- স্বামীজীর জীবনের কিছু অজানা কাহিনি ! বিস্তারিত পড়ুন
৩. দিল্লির ঐতিহাসিক স্থানগুলি দেখে চলে যান রাজপুতানার রাজ্য আলোয়ারে। পরে যান জয়পুরে। সেখানে সংস্কৃত পণ্ডিতের কাছে পাণিনির অষ্টাধ্যয়ী অধ্যয়ন করেন। আজমেঢ় গিয়ে বিখ্যাত দরগা ও আকবরের প্রাসাদ দেখে তিনি চলে যান মাউন্ট আবুতে। খেতরিতেই পণ্ডিত নারায়ণ দাসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ও তিনি পাণিনির সূত্রের মহাভাষ্য অধ্যয়ন করেন।
পরের পর্বে নিয়ে আসবো মহান সন্ন্যাসীর দক্ষিণের যাত্রা।
Highlights
1. মহান পরিব্রাজক স্বামী বিবেকানন্দ !
2. পরের পর্বে নিয়ে আসবো মহান সন্ন্যাসীর দক্ষিণের যাত্রা
#স্বামী বিবেকানন্দ #India