Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মহাভাঙ্গনের মুখে তৃণমূল দল ! আগামী ২১-শের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক দল বদলের মরশুমে তৃণমূলের দল ভাঙার পরিস্থিতি। তার ফায়দা পুরোপুরি নিয়েছে বিরোধী দল বিজেপি শিবির। আর তার ফলশ্রুতি মতো একের পর এক বিধায়ক, নেতা-কর্মী, সাংসদ তৃণমূল সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়ে বিরোধী বিজেপি শিবিরের দিকে পা বাড়াচ্ছেন। আর ভোটের আগে দলবদলে রাজনীতিতে এই মুহূর্তে গেরুয়া শিবিরের পাল্লা সবথেকে বেশি ভারী হচ্ছে।
প্রসঙ্গত যারা তৃণমূল থেকে এসেছেন তারা এই বঙ্গে ঘাসফুলের বদলে পদ্ম ফুল ফোটানোর নিশ্চয় গ্রহণ করেছেন। আর সেই টানটান উত্তেজনার মধ্যে তৃণমূল দল থেকে অন্তত আরো ৪১ জন বিধায়কের নাম পাওয়া গেছে। তারা সবাই দলের উপর ক্ষোভ দেখিয়ে প্রত্যেকেই তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিতে চান। আর বিজেপি নেতা তথা রাজ্যের বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় স্বয়ং সেই খবরের সত্যতা স্বীকার করেছেন। তিনি রাজ্যে তৃণমূল সরকার নির্মূল করার কথা বলছেন।
আরো পড়ুন :- এপ্রিলেই কি বিধানসভা ভোট ? কি বলছে নির্বাচন কমিশন
উলেখ্য ইচ্ছুক সব তৃণমূল কর্মীদের সবাইকে দলে নেওয়া হবে কিনা সেটা নিয়ে অবশ্য বিজেপি দলের মধ্যেই বেশ ধন্দ রয়েছে। রাজ্যের বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, এদের সকলকে দলের সদস্য করে নেওয়া হবে, এমনটা কখনোই নয়। কিন্তু এতদিন ভালো কাজ করেছেন, মানুষ যাদের ভালোবাসে , তাদেরকে বিজেপি দলের সদস্য করে নেওয়া হবে। আগামী ভোট রাজ্যে তৃণমূলকে হারাতে বিজেপি প্রতিজ্ঞাবদ্ধ।
Highlights
1. মহাভাঙ্গনের মুখে তৃণমূল দল !
2. আগামী ভোট রাজ্যে তৃণমূলকে হারাতে বিজেপি প্রতিজ্ঞাবদ্ধ
#BJP #TMC