মহাশিবরাত্রিতে শিবকে তুষ্ট করতে কী করবেন ! দেখুন একনজরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মহাশিবরাত্রিতে শিবকে তুষ্ট করতে কী করবেন ! ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। এই বছর ১১ই মার্চ পালিত হবে শিবের আশীর্বাদ লাভের উৎসব মহাশিবরাত্রি। মহাশিবরাত্রিতে শিবকে তুষ্ট করতে বিশেষ কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখা উচিত।

এক নজরে দেখুন ——

১. মহাশিবরাত্রির দিনে ভক্তি ভরে শিব লিঙ্গের পুজো করা উচিত।

২. শিবকে দুধ ও গঙ্গা জল দিয়েও অভিষেক করুন।

৩. শিবকে ভাং পাতা নিবেদন করুন বা ভাং পাতা বেটে দুধ ও গঙ্গাজলে মিশিয়ে শিবকে অর্পণ করুন।

৪. ধুতরো ফুল ও আকন্দ ফুলের মালা শিবের অত্যন্ত প্রিয়। তাই এগুলি অবশ্যই পুজোয় ব্যবহার করুন।

৫. শিবের পুজোয় অবশ্যই সাদা ফুল ব্যবহার করা উচিত। তবে সাদা চম্পা বা কেতকী শিবকে অর্পণ করবেন না। আকন্দ ফুল অর্পণ করুন।

৬. শিবের আশীর্বাদ লাভের জন্য যেকোন একটি বলদকে সবুজ ঘাস খাওয়ান।

৭. বেল পাতা শিবের অধিক প্রিয়। একটি বেল পাতায় ওম নমঃ শিবায় লিখে শিবকে অর্পণ করা উচিত।

৮. এই দিন  ভুলেও কালো বস্ত্র পরিধান করবেন না।

আরো পড়ুন :- বিশেষ উপায়ে স্মরণ করুন মা লক্ষ্মী ও গণেশকে ! জীবনে সুখ পাবেন

৯.  মহা শিবরাত্রির দিনে কোনও পশু বা পক্ষীকে কষ্ট দেবেন না।

এই দিন কারও সঙ্গে কলহ বা বিবাদে জড়াবেন না। কারও নিন্দা করা থেকে বিরত রাখুন।

Highlights

1. মহাশিবরাত্রিতে শিবকে তুষ্ট করতে কী করবেন ! 

2. এই দিন কারও সঙ্গে কলহ বা বিবাদে জড়াবেন না

#মহাশিবরাত্রি #Astro Tips

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন