Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বীন্দ্রসঙ্গীত, বৈদিক মন্ত্রপাঠ, উপাসনার মধ্যে দিয়ে বিশ্বভারতীতে উদযাপিত হচ্ছে রবীন্দ্র জন্মোৎসব । দেশে যুদ্ধকালীন পরিস্থিতি, সেই আবহেও সকলকে মুগ্ধ করে দিয়ে সুরে সুরে ভরল শান্তিনিকেতনের সকাল ৷ ভোরে বৈতালিক, পরে রবীন্দ্রভবনে কবিকন্ঠ, মাধবীবিতানে জন্মোৎসবের অনুষ্ঠান হয় ৷
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশা থেকেই শান্তিনিকেতনে কবির জন্মদিন উদযাপন করত আশ্রম বালক-বালিকারা ৷ রাঙামাটির এই জেলায় প্রখর তাপপ্রবাহ, আশ্রমে জলকষ্টের কারণে গুরুদেবের সিদ্ধান্ত অনুযায়ীই 1936 সাল থেকে পঁচিশে বৈশাখের বদলে বাংলার নববর্ষের দিন কবির জন্মদিন পালন শুরু হয়েছিল ৷ সেই প্রথা চলে আসছিল দীর্ঘদিন ৷ বর্তমানে আশ্রমের জলকষ্ট ঘুচেছে ৷ তাপপ্রবাহ এই সময়টায় তুলনামূলক কম, এই সকল কারণে এক দশক ধরে ফের পঁচিশে বৈশাখেই বিশ্বভারতীতে রবীন্দ্র জন্মোৎসব উদযাপিত হয়ে আসছে ৷
বিশ্বভারতীতে রবীন্দ্রজয়ন্তী পালন
এদিন ভোর পাঁচটায় গৌড়প্রাঙ্গণে বৈতালিকের মধ্যে দিয়ে শুরু হয় রবীন্দ্র জন্মোৎসবের অনুষ্ঠান । পরে সাড়ে পাঁচটায় রবীন্দ্রভবনে কবিকন্ঠ, সাতটায় ঐতিহ্যবাহী উপাসনা গৃহে ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ, সকাল ন’টায় মাধবীবিতানে রবীন্দ্রজয়ন্তী পালিত হয় ৷ রবীন্দ্রভবনে কবির ব্যবহৃত চেয়ারে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ । ছিলেন ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ, আন্তজার্তিক বাংলাদেশ ভবনের মুখ্য সমন্বায়ক মানবেন্দ্র মুখোপাধ্যায়-সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিক, আশ্রমিক ও পড়ুয়ারা ৷ সন্ধেয় গৌড়প্রাঙ্গণে পরিবেশিত হবে নৃত্যনাট্য তাসের দেশ ।
আরও পড়ুন:- যুদ্ধকালীন পরিস্থিতিতে কালোবাজারি বরদাস্ত করবো না, কি ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী ? জানুন
রবীন্দ্রসঙ্গীত, বৈদিক মন্ত্রপাঠ, উপাসনায় পালিত রবীন্দ্রজয়ন্তী
এক ছাত্রী মহিমা সুলতানা বলেন, “আজ পঁচিশে বৈশাখ ৷ রবি ঠাকুরের জন্মদিন ৷ এই দিনটি আমাদের সবার কাছে খুবই বিশেষ একটা দিন ৷ সকাল থেকেই এই দিন উদযাপন করা শুরু হয়েছে ৷ ভোর পাঁচটায় হয়েছে বৈতালিক ৷ এরপর রবীন্দ্রভবনে হয় কবিকণ্ঠ ৷ মাধবীবিতানেও অনুষ্ঠান রয়েছে ৷ আর সন্ধে সাতটায় অনুষ্ঠিত হবে তাসের দেশ ৷ খুবই মনোমুগ্ধকর পরিবেশ ৷ বিশ্বভারতীর একজন ছাত্রী হিসেবে আমি গর্বিত ৷”
প্রসঙ্গত, 2023 সালে 17 সেপ্টেম্বর ইউনেসকো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা দিয়েছে । সে কারণেই এই বিশেষ দিনে বাড়তি আনন্দ ধরা পড়েছে পড়ুয়া থেকে আশ্রমিকদের মধ্যে ৷
আরও পড়ুন:- এই তেল দিয়ে মালিশ করুন শিশুকে ! হাড় মজবুত ছাড়াও স্বাস্থ্যেরও উন্নতি হবে