মাত্র তিন বছর বয়সে স্বেচ্ছায় মৃত্যুবরণ বিনয়ার ! বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  আধ্যাত্মিক পথ অবলম্বন করার পর মৃত্যু হয়েছে এক শিশুর ৷ জৈন ধর্মে এই পন্থায় মৃত্যুকে ‘সান্থারা’ বলা হয় ৷ মধ্যপ্রদেশের বিনয়া জৈন সান্থারা রীতি পালনের মাধ্যমে মাত্র তিন বছর বয়সে প্রাণ ত্যাগ করেছে ৷ শুক্রবার তার পরিবারের তরফে এ কথা জানানো হয়েছে ৷ এর আগে এত অল্প বয়সে এই ধরনের মৃত্যুর নজির নেই ৷ তার নাম উঠেছে ‘গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ ৷ জৈন ধর্মের সান্থারা রীতিনীতি পালন করতে গিয়ে নিজে থেকে মৃত্যুকে বরণ করে নেয় একরত্তি ৷ গত 21 মার্চ তার মৃত্যু হয় ৷ বাবা পীযূষ ও মা বর্ষা জৈন পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ৷

তাঁরা জানান, মেয়ে বিনয়া ব্রেন টিউমারে আক্রান্ত হয় ৷ চিকিৎসা করালেও সেরে ওঠার কোনও লক্ষণই দেখা যাচ্ছিল না ৷ প্রথমে মধ্যপ্রদেশের ইন্দোর, তারপর মুম্বইয়ে নিয়ে যাওয়া হয় বিনয়াকে ৷ চলতি বছরের জানুয়ারিতে মুম্বইয়ে তার অস্ত্রোপচারও হয় ৷ কিন্তু শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি ৷ বরং দিনে দিনে আরও খারাপের দিকে গিয়েছে ৷

এই সময় অসুস্থ বিনয়ার মা এক জৈন ধর্মগুরুর শরণাপন্ন হন ৷ তিনি তাঁদের মেয়েকে সান্থারা করার পরামর্শ দেন ৷ বিনয়ার মা বলেন, “বিনয়ার অবস্থার অবনতি হচ্ছিল ৷ তখন আমরা রাজেশ মহারাজের দর্শন করি ৷ সেখানে পরিবারের সম্মতিতে বিনয়ার সান্থারার আচার পালন করা হয়েছিল ৷ এর দশ মিনিট পর বিনয়ার মৃত্যু হয় ৷” এত কম বয়সে এর আগে কেউ সান্থারা করেনি ৷

সান্থারা কী ?

সান্থারার আরেকটি নাম সানলেখরা ৷ যাঁরা সান্থারা করেন, তাঁরা খাওয়াদাওয়া ছেড়ে আমৃত্যু অনশন করে স্বেচ্ছায় মৃত্যু বরণ করার পথে এগিয়ে যান ৷ জৈন ধর্মের এই পন্থায় জলও পান করা যায় না ৷ সাধুরা তো বটেই, সাধারণ গৃহস্থরাও এভাবে স্বেচ্ছায় মৃত্যু বরণ করতে পারেন ৷ সাধারণত প্রৌঢ়, দুরারোগ্য ব্যাধিতে ভুগতে থাকা মানুষ এই পন্থা অবলম্বন করে প্রাণ ত্যাগ করে থাকেন ৷ তবে এই আচার পালনের অনুমতি পেতে হয় ধর্মগুরুর কাছ থেকে ৷ সান্থারা শুরু করলে একজন খাওয়া বন্ধ করে দেন ৷ তাঁকে ঘিরে প্রার্থনা, ভক্তিমূলক ভজন চলতে থাকে ৷ অনেকে ওই ব্যক্তির থেকে আশীর্বাদও নিতে যান ৷ সান্থারার মাধ্যমে মৃত্যুকে সমাধি-মরণ বলা হয় ৷

আরও পড়ুন:- জমি রেজিস্ট্রির জন্য নতুন নিয়ম কার্যকর হয়ে গেল, বিশদে বুঝে নিন

 

আরও পড়ুন:- PNB-র এই সিদ্ধান্তে কোটি কোটি গ্রাহকের মাথায় হাত! জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন