মাত্র ১৫৫ টাকায় ৩৬৫ দিন ভ্যালিডিটি ! জিওর এই অফারে ঘুম উড়ছে Airtel, Vi-এর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- আপনি কি একটানা কল করতে চান? পাশাপাশি বারবার রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চান? তাহলে রিলায়েন্স জিও আপনার জন্য সেই সুযোগ এনে দিয়েছে। জানা যাচ্ছে, ইন্টারনেটের ঝঞ্ঝাট ছাড়া যারা শুধুমাত্র ফোন এবং এসএমএস ব্যবহার করে, তাদের জন্য জিও দারুণ একটি প্ল্যান নিয়ে হাজির হয়েছে।

TRAI-এর নির্দেশ মেনে সাধারন মানুষের কথা ভেবে তৈরি এই প্ল্যানটি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সবার মধ্যে। তবে সবথেকে অবাক করার বিষয় হলো, ৩৬৫ দিন কথা বলা যাবে মাত্র ১৫৫ টাকায়। হ্যাঁ অবাক হলেও সত্যি।

আরও পড়ুন:- কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা বিজেপি নেতার, জানতে বিস্তারিত পড়ুন

কী থাকছে জিওর এই নতুন প্ল্যানে?

জিও সম্প্রতি দুটি এরকম রিচার্জ প্ল্যান চালু করেছে। আর সেগুলি হল ৪৫৮ টাকা এবং ১৯৫৮ টাকার প্ল্যান।

৪৫৮ টাকার প্ল্যানের সুবিধা 

এই প্ল্যানে গ্রাহকরা যে সমস্ত সুবিধাগুলি পাবে সেগুলি হল-

  • ৮৪ দিনের ভ্যালিডিটি মিলবে।
  • আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা মিলবে। 
  • ১০০০ টি ফ্রি এসএমএস মিলবে।
  • JioCinema ও JioTV এর অ্যাক্সেস মিলবে। 
  • এমনকি যেকোন নেটওয়ার্কের ফ্রী রোমিং এর সুবিধাও মিলবে।
  • এই প্ল্যানে প্রতিদিন খরচ হবে মাত্র ৫ টাকা। 

এই প্ল্যানটি মূলত তাদের জন্য সেরা, যারা মাসের পর মাস কল করতে চান, কিন্তু আলাদা করে ইন্টারনেটের কোন দরকার পড়ে না।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ১০০০ টাকা ! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন ?

১৯৫৮ টাকার প্ল্যানের সুবিধা

এই প্লানে গ্রাহকরা যে সমস্ত সুবিধাগুলি পাবে সেগুলি হল-

  • ১ বছরের জন্য ভ্যালিডিটি মিলবে।
  • যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা মিলবে।
  • ৩৬০০ টি ফ্রি এসএমএস এর সুবিধা মিলবে। 
  • জিও সিনেমা এবং জিও টিভির ফ্রি অ্যাক্সেস মিলবে। 
  • প্রতিদিন মাত্র ৫ টাকা করে খরচ হবে এই প্ল্যান রিচার্জ করলে।

এই প্ল্যানটি মূলত তাদের জন্যই, যারা ফিচার ফোন ব্যবহার করে, কিংবা যাদের কল ছাড়া আর কোনকিছুর সেরকম প্রয়োজন নেই।

আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারে

পুরনো প্ল্যান বন্ধ

এই নতুন প্ল্যান চালু করার পাশাপাশি জিও সম্প্রতি কিছু পুরনো প্ল্যানও বন্ধ করে দিয়েছে। আর সেগুলি হল ৪৭৯ টাকা এবং ১৮৯৯ টাকার প্ল্যান। ৪৭৯ টাকার প্ল্যানটিতে ৮৪ দিনের জন্য ৬ জিবি ডেটা মিলতো এবং দ্বিতীয় প্ল্যানটিতে ৩৩৬ দিনের জন্য ২৪ জিবি ডেটা পাওয়া যেতো। তবে এই প্ল্যানগুলি আর এখন নেই।

আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন

এককথায় রিলায়েন্স জিও দেশের প্রতিটি শ্রেণীর মানুষের দিকে নজর রেখেই তাদের প্ল্যানগুলি তৈরি করে। আর তারা আবারও প্রমাণ করে দিল যে, এই টেলিকম দুনিয়ায় কেন তারা সবার শীর্ষে। ইন্টারনেট নির্ভর দুনিয়ায় এখনও অনেক মানুষ রয়েছে, যারা শুধুমাত্র ফোনে কথা বলে। আর তাদের জন্য জিওর এই প্ল্যানগুলো নিঃসন্দেহে সেরা।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন