Bangla News Dunia, Pallab : দেশের টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতা দিনে দিনে আরও আগ্রাসী হয়ে উঠছে। বিশেষ করে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী টেলিকম সংস্থা Jio ও Airtel-এর মধ্যে প্ল্যান ও অফারের লড়াই সাধারণ ব্যবহারকারীদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সম্প্রতি এমনই একটি নজরকাড়া প্ল্যান নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যেখানে Jio, যেখানে মাত্র ₹১ বেশি খরচ করলেই Airtel-এর থেকে অনেক বেশি বেনিফিট পাচ্ছেন সকল গ্রাহকরা।
আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন
এই প্রতিবেদনে আমরা তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে দেখে নেব Jio ও Airtel-এর ₹১৭৯৯ এবং ₹১৭৯৮ টাকার রিচার্জ প্ল্যানের ভেতরের কাহিনি, এবং বোঝার চেষ্টা করব কোনটি আসলেই বেশি “ভ্যালু ফর মানি”।চলুন তাহলে শুরু করা যাক
Airtel ₹১৭৯৮ প্ল্যান: Netflix সহ সম্পূর্ণ বিনোদনের প্যাকেজ
Airtel তার এই প্রিমিয়াম প্ল্যানে গ্রাহকদের দিচ্ছে নিচের সুবিধা সমূহ—
- ভ্যালিডিটি: ৮৪ দিন
- ডেটা: প্রতিদিন ৩ জিবি, অর্থাৎ মোট ২৫২ জিবি
- ৫জি ডেটা: যাঁরা ৫জি কাভারেজ এলাকায় থাকেন, তাঁদের জন্য আনলিমিটেড ৫জি ডেটা ফ্রী
- কলিং: আনলিমিটেড যেকোনো নেটওয়ার্কে ফ্রী
- এসএমএস: প্রতিদিন ১০০টি
- OTT সাবস্ক্রিপশন: Netflix Basic সম্পূর্ণ বিনামূল্যে দেখুন
- Airtel Xstream: অ্যাপের মাধ্যমে লাইভ টিভি, মুভি ও সিরিজ দেখার সুবিধা
Airtel-এর এই প্ল্যানটি তাদের জন্য উপযুক্ত, যারা Netflix দেখতে ভালোবাসেন এবং একটানা হাই স্পিড ইন্টারনেটের চাহিদা যাদের রয়েছে।
Jio ₹১৭৯৯ প্ল্যান: মাত্র ₹১ বেশি, কিন্তু এক গুচ্ছ বেশি সুবিধা দেখেনিন
Jio তার প্রতিদ্বন্দ্বী Airtel-এর চেয়ে মাত্র ₹১ বেশি নিয়ে দিচ্ছে কিছু অতিরিক্ত ও কার্যকরী সুবিধা—
- ভ্যালিডিটি: ৮৪ দিন পাবেন যা একই
- ডেটা: প্রতিদিন ৩ জিবি, অর্থাৎ মোট ২৫২ জিবি
- ৫জি ডেটা: নির্ধারিত Jio ৫জি এলাকায় আনলিমিটেড ফ্রী ইন্টারনেট
- কলিং: আনলিমিটেড যেকোনো নেটওয়ার্কে
- এসএমএস: প্রতিদিন ১০০টি
- OTT সাবস্ক্রিপশন:
- ৯০ দিনের জন্য JioCinema (Hotstar মোবাইল/টিভি অ্যাক্সেস) পাবেন
- JioTV সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রি পাবে