Bangla News Dunia , Pallab : ভারতীয় টেলিকম দুনিয়ায় সবসময় গ্রাহকদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে একের পর এক আকর্ষণীয় প্ল্যান নিয়ে এসেছে Reliance Jio। প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থানকে আরও শক্ত করতে সংস্থা এবার চালু করল দুইটি নতুন 5G প্রিপেইড রিচার্জ প্ল্যান, যেখানে মাত্র ১ টাকার পার্থক্যেই আপনি পেতে চলেছেন Amazon Prime-এর মতো জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের মেম্বারশিপ।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ১০০০ টাকা ! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন ?
1028 এবং 1029 টাকার প্ল্যান: এক নজরে পার্থক্য
দাম প্রায় একই হলেও এই দুই প্ল্যানে রয়েছে কার্যকরী পার্থক্য। চলুন দেখে নেওয়া যাক কী কী সুবিধা আপনি এই প্ল্যানগুলির মাধ্যমে উপভোগ করতে পারবেন।
Jio 1028 টাকার প্রিপেইড প্ল্যান:
- মেয়াদ: 84 দিন
- ডেটা সুবিধা: প্রতিদিন 2 GB করে মোট 168 GB
- ভয়েস কল: আনলিমিটেড
- এসএমএস: প্রতিদিন 100টি ফ্রি SMS
- 5G ডেটা: যেসব এলাকায় Jio True 5G রয়েছে, সেখানকার গ্রাহকেরা আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন
- ক্যাশব্যাক: ₹50
- অতিরিক্ত সুবিধা: Swiggy One Lite মেম্বারশিপ একেবারে ফ্রি
Jio 1029 টাকার প্রিপেইড প্ল্যান:
- মেয়াদ: 84 দিন
- ডেটা সুবিধা: প্রতিদিন 2 GB করে মোট 168 GB
- ভয়েস কল: আনলিমিটেড
- এসএমএস: প্রতিদিন 100টি ফ্রি SMS
- 5G ডেটা: আনলিমিটেড
- OTT অ্যাকসেস: JioTV, JioCinema, JioCloud
- অতিরিক্ত সুবিধা: Amazon Prime Lite মেম্বারশিপ