Bangla News Dunia, Pallab : ট্রেনের টিকিট, বিশেষ করে তৎকাল টিকিট কাটার চেষ্টা করেছেন? তাহলে এই অভিজ্ঞতা আপনার পরিচিত। বুকিং শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে সব টিকিট ” হাওয়া” হয়ে যায়। কিন্তু কেন এমন হয়? এর পেছনে কি শুধুই যাত্রীদের ভিড়, নাকি অন্য কোনও রহস্য আছে? সম্প্রতি রেলের অন্দরের কিছু তথ্য এই রহস্যের ওপর থেকে পর্দা তুলেছে।
আরও পড়ুন : এসি টানা চালালেই ক্ষতি! কতক্ষণ চালানো সঠিক ?
চাহিদা ও জোগানের অবিশ্বাস্য খেলা
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর ওয়েবসাইট এবং অ্যাপে প্রতিদিন গড়ে প্রায় ১২ লক্ষ টিকিট বুক করা হয়। উৎসবের মরসুমে এই সংখ্যা আকাশ ছুঁতে চায়।
পরিসংখ্যান দেখলে অবাক হতে হয়। সম্প্রতি একটি শুক্রবারের তৎকাল বুকিং-এর চিত্রটা ছিল এইরকম:
- সকাল ১০টা (এসি তৎকাল): পুরুষোত্তম এক্সপ্রেসের মতো একটি গুরুত্বপূর্ণ ট্রেনে ফার্স্ট এসির ১টি আসন মাত্র ২৮ সেকেন্ডে বুক হয়ে যায়। সেকেন্ড এসি এবং থার্ড এসির যথাক্রমে ২০টি ও ৬৪টি আসন বুক হতে সময় লাগে মাত্র ১ মিনিট ৫৮ সেকেন্ড এবং ৩ মিনিট ৩০ সেকেন্ড।
- সকাল ১১টা (নন-এসি তৎকাল): স্লিপার ক্লাসের টিকিট বুকিং শুরু হতেই প্রথম মিনিটে ২৮,০০০ টিকিট বিক্রি হয়ে যায়। প্রথম পাঁচ মিনিটের মধ্যে এই সংখ্যাটি ১ লক্ষে পৌঁছে যায়!
এই পরিসংখ্যান থেকেই পরিষ্কার যে, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে কয়েকটি সীমিত সংখ্যক টিকিটের জন্য ঝাঁপিয়ে পড়েন।
আরও পড়ুন : সদ্য খুলল স্কুল, আবার পড়বে গরমের ছুটি ? ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা দপ্তরের নতুন নোটিশ
আরও পড়ুন : জানা গেল কবে প্রকাশ হবে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, অভিজ্ঞতার জন্য বিশেষ নম্বর