এরমধ্যে কোনও ভুল নেই যে একটি জাহাজ কিনেছেন তিনি। যেটি একটি মালবাহী জাহাজ। ৩৩০ ফুটের বিশাল জাহাজ। জাহাজটির ওজন ৩ হাজার ৩০০ টন। ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে তিনি এই অতিকায় জাহাজটি কিনতে উৎসাহ দেখান এবং কেনেন।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য
ওই ব্যক্তির নেশা হল জলে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে গিয়ে জাহাজ খোঁজা। জাহাজ নিয়ে তাঁর উৎসাহ ও কৌতূহলের অন্ত নেই। গত ২ বছরের মধ্যে সাগরের তলায় পড়ে থাকা ২৫টির মত জাহাজের খোঁজ পেয়েছেন তিনি।
এবার আসা যাক তাঁর কেনা জাহাজে। তিনি যে জাহাজটি কিনলেন সেটিকে ১৯১৭ সালে জার্মানির ডুবোজাহাজ ব্রিটেনের কর্নওয়াল কাউন্টির সমুদ্র উপকূলে ধ্বংস করে। সেটি জলে ডুবে যায়।
মালবাহী সেই জাহাজটি তারপর থেকে সমুদ্রের তলদেশেই পড়ে আছে। সেই সমুদ্রের তলায় পড়ে থাকা ধ্বংস হয়ে যাওয়া জাহাজটিই ৩০০ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ৩৪ হাজার টাকায় কিনলেন ডম রবিনসন নামে এক ব্রিটিশ নাগরিক।
সমুদ্রের তলায় ধ্বংসাবশেষ হয়ে পড়ে থাকা জাহাজটি আপাতত তাঁর সম্পত্তি। তিনি সেটি জলের তলায় নেমে দেখেও এসেছেন। এখন তিনি চাইছেন জাহাজটির ঘণ্টাটা পাওয়া গেলে বড় ভাল হয়।
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান