Bangla News Dunia, Pallab : ভারতের অটোমোবাইল বাজারে এখন অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে বাজেট সেগমেন্টে ৪-হুইলার বিকল্প। আর সেই তালিকায় সবচেয়ে আলোচনায় থাকা গাড়িটির নাম — Bajaj Qute। মাত্র ৩.৬১ লক্ষ টাকা দামে ৪ চাকার এই গাড়িটি এখন শহরাঞ্চলের জন্য একেবারে উপযুক্ত বাহন হিসেবে নিজেকে প্রমাণ করেছে। ট্রাফিক, জায়গার সংকট, ও সাশ্রয়ী মেইনটেনেন্সের কথা মাথায় রেখে এই গাড়িটি শহরের মধ্যবিত্ত মানুষের কাছে হয়ে উঠছে প্রথম পছন্দ।
আরও পড়ুন : আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে চান, তবে চাণক্যের এই ৪ উপায় অনুসরণ করুন
বাজাজ কিউটের ডিজাইন ও গঠন: ছোট কিন্তু কার্যকরী
Bajaj Qute দেখতে অনেকটা অটোর মতো হলেও এটি একটি পুরোপুরি চারচাকা মাইক্রোকার। এর দৈর্ঘ্য প্রায় ২.৭৫ মিটার এবং ওজন মাত্র ৪০০ কেজি (CNG ভ্যারিয়েন্ট)। এত কম ওজন ও ছোট গঠন হওয়ায় এটি শহরের ব্যস্ত রাস্তায় খুব সহজে ঘোরাফেরা করতে সক্ষম। পার্কিং-এর জন্য প্রয়োজন হয় না অনেক জায়গা, ফলে টাইট লেন কিংবা ব্যস্ত বাজার এলাকাতেও ব্যবহার করা যায় অনায়াসে।
গাড়ির দাম: সাধারণ মানুষের নাগালে
যেখানে বড় ব্র্যান্ডের ৪-হুইলার কিনতে খরচ পড়ে ৬–৮ লক্ষের বেশি, সেখানে Bajaj Qute-এর দাম শুরু মাত্র ₹3.61 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। এটি একটি CNG চালিত গাড়ি, যা বর্তমান জ্বালানির দামের পরিস্থিতিতে খুবই উপযোগী। গাড়ির দাম এতটাই সাশ্রয়ী যে, যারা প্রথমবার গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য একেবারে আদর্শ বিকল্প।