মাত্র ৫ হাজার টাকা পুঁজিতে শুরু করুন এই ব্যবসা , আয় করুন মোটা টাকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মাত্র ৫ হাজার টাকা পুঁজিতে শুরু করুন এই ব্যবসা। সারা দেশে করোনা সংক্রমণ ও লকডাউনের ধাক্কায় বাড়ছে কাজের সংকট। অনেক মানুষ আগের থেকে কম বেতনে কাজ করছে। অনেকের চলে গিয়েছে তার কাঙ্খিত চাকরিটাও। এই অবস্থায় জীবন জীবিকা নির্বাহ করতে খুঁজতে হচ্ছে নতুন পথ। সে ক্ষেত্রে আত্মনির্ভর  হওয়া ছাড়া কোনো রাস্তা নেই। তবে আছে কিছু ব্যবসা যা আপনি করতে পারেন কম পুঁজি তে। আজকে এমন একটি ব্যবসার কথা বলবো, সেখানে আপনাকে প্রতি মাসে মাত্র ৫ হাজার টাকার মতো খরচ করে আপনি আয় করতে পারবেন মোটা অংকের টাকা।  এই সঙ্কটে ছোট থেকে বড় স্তরে মাশরুমের চাষ করা যায়। তাই আপনিও প্রতি মাসে মাশরুম চাষ ও এই ব্যাবসা করে মোটা অংকের টাকা ইনকাম করতে পারেন। এর জন্য খুব বেশি পুঁজি বা বেশি জায়গার দরকার হবে না। আপনাকে কেবল একটি ঘর ও সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে হবে। শুরুতে কেবল মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা ব্যয় করতে হবে। ঘরে ৩০ থেকে ৪০ গজের জায়গায় মাশরুম উৎপাদনের মাটি ও বীজের মিশ্রণ রাখতে হবে। এক্ষেত্রে প্যাকেটজাত কম্পোজিটও কিনতে পারেন। এই প্যাকেটগুলি ছায়ায় বা ঘরে রাখতে হবে। তার পরে মাশরুমগুলি ২০ থেকে ২৫ দিনের মধ্যে বড় হতে শুরু করে। এরপর সে গুলি বাজারে বিক্রি  যাবে। আপনি কোনো বিপণীর সাথে যুক্ত হয়ে  এগুলি বিক্রি করতে পারবেন বা বাজারে বিক্রি করা যেতে পারে। অনলাইন এজেন্সিও পেয়ে যাবেন। এক কেজি মাশরুম কম পক্ষে ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়। সুতরাং আপনি সামান্য ব্যয়ে লাভ অর্জন করতে পারেন। বিশেষ জানতে স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করুন।

————————————————————————————–

BUMPER OFFER

আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে এভিলো ডিজিটাল মার্কেটিং দিচ্ছে বিরাট অফার। আপনি কি ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চান ? এই সংস্থা আপনার ব্যবসার জন্য  সম্পূর্ণ বিনামূল্যে ওয়েবসাইট বানিয়ে দেবার উদ্যোগ নিয়েছে। তাই আজই যোগাযোগ করুন।

আপনি আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাইলে বা ডিজিটাল মার্কেটিং অথাৎ অনলাইনে আপনার ব্যাবসার প্রচার করাতে চাইলে।

এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing ) সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন। যেখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য খুবই কম খরচে ডিজিটাল মার্কেটিং করাতে পারবেন। এছাড়া ও সমস্ত প্রকার ডিজিটাল সুবিধা নিতে পারবেন।

যোগাযোগ :- 8967491470

ই-মেইল :- [email protected]

ওয়েবসাইট :- avilodm.co

আপনি যদি আপনার ব্যবসাকে কি ভাবে অনলাইনে নিয়ে যাবেন বা ব্যবসাকে বড় করবেন অথাৎ ব্যবসার প্রসার ঘটাবেন তা জানতে চান তবে , সময় নষ্ট না করে এখুনি এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থার সাথে যোগাযোগ করুন। তার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ফ্রীতে আপনি এই সার্ভিসটি পাবেন।

———————————————————————————-

Highlights

1. মাত্র ৫ হাজার টাকা পুঁজিতে শুরু করুন এই ব্যবসা 2. সামান্য ব্যয়ে লাভ অর্জন করতে পারেন

#Business #মাশরুম

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন