মাত্র ৬৪৯৯ টাকায় লঞ্চ হলো itel A90 স্মার্টফোন, কি কি ফিচার আছে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- itel আবারও বাজেট বাজারে এক দুর্দান্ত চমক নিয়ে এসেছে। সম্প্রতি লঞ্চ হওয়া itel A90 স্মার্টফোনটি মাত্র ৬৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে আপনি পাবেন 12 GB RAM, 5000 mAh বিশাল ব্যাটারি এবং AI অ্যাসিস্ট্যান্টের মতো স্মার্ট ফিচার। চলুন দেখে নিই এই ফোনের সবকিছু বিস্তারিতভাবে।

মাত্র ৬৪৯৯ টাকায় লঞ্চ itel A90 কী কী থাকছে এই বাজেট স্মার্টফোনে?

  • itel A90 এর দাম রাখা হয়েছে মাত্র ৬,৪৯৯ ভারতীয় মুদ্রায় কিছু অফারে এই দাম আরও কম হতে পারে
  • এটি দেশের বিভিন্ন অফলাইন ও অনলাইন রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে
  • বর্তমানে ফোনটি দুটি রঙে উপলব্ধ Midnight Blue ও Starry Black

RAM ও স্টোরেজ ফিচার

ফোনটিতে রয়েছে 8 GB ফিজিক্যাল RAM এবং 8 GB ভার্চুয়াল RAM মোট 12 GB পর্যন্ত RAM, 64 GB ইন্টারনাল স্টোরেজ থাকছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে 1 TB পর্যন্ত। দৈনিক ব্যবহারের জন্য বিশাল 5000 mAh ব্যাটারি, একবার চার্জে দিনভর সোশ্যাল মিডিয়া, গেমিং ও ভিডিও দেখা যাবে, Type – C চার্জিং পোর্ট থাকায় চার্জিং প্রক্রিয়া হবে আরও দ্রুত ও সুবিধা জনক।

ডিসপ্লে, ডিজাইন ও ক্যামেরা

6.6 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে থাকায় দেখা যাবে প্রাণ বন্ত ছবি ও ভিডিও, 2.5 D কার্ভড গ্লাস ডিজাইন এবং স্লিম বডি ফোনটিকে করেছে স্টাইলিশ ও হ্যান্ডি, পিছনে রয়েছে 8 MP AI ডুয়াল ক্যামেরা সেটআপ, যা দিয়ে তোলা যাবে ক্লিয়ার ও ব্রাইট ছবি, ফ্রন্টে 5 MP ক্যামেরা রয়েছে সেলফি ও ভিডিও কলের জন্য। ফোনটিতে AI অ্যাসিস্ট্যান্ট থাকায় ভয়েস কমান্ডের মাধ্যমে কন্ট্রোল করা যাবে অনেক কিছু, এছাড়া থাকছে ফেস আনলক, স্মার্ট গেসচার এবং মাল্টি-ল্যাঙ্গুয়েজ সাপোর্ট।

itel A90 Features

12 GB RAM (4GB + 8GB ভার্চুয়াল), 5000 mAh ব্যাটারি, 6.6″ HD+ ডিসপ্লে, 8 MP AI ক্যামেরা, Android 13 Go Edition, AI Voice Assistant, Finger print ও Face Unlock সুবিধা, Dual SIM + Micro SD Slot. যারা বাজেটের মধ্যে একটি স্মার্টফোন খুঁজছেন ও যাদের দৈনিক ব্যবহারের জন্য ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার এছাড়াও যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব ও সাধারণ গেমিং এর জন্য ফোন ব্যবহার করেন।

তাদের জন্য itel A90 নিঃসন্দেহে বাজেট সেগমেন্টে একটি দুর্দান্ত চমক। আপনি যদি কম দামে বেশি ফিচার যুক্ত একটি স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে এই ফোনটি হতে পারে আপনার জন্য উপযুক্ত বিকল্প। এই দামে আরও ফিচার সমেত মোবাইল ফোন পাওয়া যাবে আর এই কারণের জন্য সকলের উচিত জেনে নিয়ে তবেই যে কোন জিনিস কিনতে যাওয়া।

 

আরও পড়ুন:- বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বাংলায় কতটা প্রভাব ফেলবে ? জানুন

আরও পড়ুন:- কীভাবে হল ‘অপারেশন সিঁদুর’? বিস্তারিত জানাল কেন্দ্র

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন