মাত্র ৯৮ টাকায় সারা মাস ১.৫ জিবি দৈনিক ! জিও-র ধামাকা অফার দেখে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সকলে জানি রিলায়েন্স জিও সবসময়ই তার গ্রাহকদের জন্য প্রতিনিয়ত চমকপ্রদ ও প্রতিযোগিতামূলক প্ল্যান নিয়ে আসে। সাম্প্রতিক সময়ে জিও তাদের পুরনো জনপ্রিয় ৯৮ টাকার প্রিপেইড প্ল্যানটি আবার চালু করেছে, যা বর্তমানে দেশের মার্কেটে সচেতন ডেটা-ইউজারদের মধ্যে আবারও জনপ্রিয়তা পাচ্ছে।

বর্তমানে অনেকে দিনে দিনে বাড়তে থাকা মোবাইল ডেটা খরচ নিয়ে চিন্তিত, এবার তাদের জন্য এই প্ল্যানটি একদম উপযুক্ত একটা সুযোগ। বিশেষ করে ছাত্রছাত্রী, সেকেন্ডারি সিম ব্যবহারকারী বা যারা শুধুমাত্র OTT, সোশ্যাল মিডিয়া এবং ব্রাউজিংয়ের জন্য ইন্টারনেট ব্যবহার করেন—তাদের জন্য এই প্ল্যানটি অত্যন্ত কার্যকর হতে পারে। আসুন তাহলে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন


Jio 98 প্ল্যানের প্রধান বৈশিষ্ট্য কী কী 

  • প্ল্যানের দাম : ৯৮ মাত্র টাকা
  •  ভ্যালিডিটি মেয়াদ: ২৮ দিন
  • মোট ডেটা: ৪২ জিবি (দৈনিক ১.৫ জিবি)
  • কলিং সুবিধা: এক্ষেত্রে সরাসরি ভয়েস কল নেই, তবে Jio Call অ্যাপ-এর মাধ্যমে কল করা যাবে
  • অ্যাপ সাবস্ক্রিপশন: এক্ষেত্রে জিওটিভি, জিওসিনেমা, জিওসাভন-এ বিনামূল্যে অ্যাক্সেস পাবেন
  • SMS সুবিধা:  এই সুবিধা নেই
  • রিচার্জ উপলব্ধতা: MyJio অ্যাপ, জিও ওয়েবসাইট, পেটিএম, ফোনপে, গুগল পে এবং অন্যান্য পেমেন্ট অ্যাপের মাধ্যমে রিচার্চ করতে পারবেন

কেন Jio 98 প্ল্যান এতটা আকর্ষণীয় সাধারণ মানুষের কাছে?

বর্তমানে ভারতের বাজারে ডেটা প্ল্যানের দাম ক্রমাগত বেড়েই চলেছে । অধিকাংশ প্রিপেইড রিচার্জ এখন ২০০ টাকার ঊর্ধ্বে রয়েছে । এমন পরিস্থিতিতে মাত্র ৯৮ টাকায় ২৮ দিনের জন্য ৪২ জিবি হাই স্পিড ৪জি ডেটা পাওয়া গ্রাহকদের জন্য সত্যিই একটি দারুণ সুযোগ।

এই প্ল্যানটি কাদের জন্য সবচেয়ে উপযুক্ত—

  • যারা WiFi-এর বাইরে ঘোরাফেরা করেন ও মাঝেমধ্যে হাই স্পিড ডেটা দরকার হয় তাদের জন্য
  • যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের জন্য ডেটা চান তাদেরও জন্য
  • যারা সেকেন্ডারি সিম ব্যবহার করেন শুধুমাত্র ইন্টারনেটের জন্য এই অফার নিতে পারেন
  • ছাত্রছাত্রী যারা বাজেটের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি বিনোদনের জন্যও ডেটা চান তাদের জন্য দারুণ সুযোগ

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন