Bangla News Dunia, Pallab : ভারতের টেলিকম বিপ্লবে অন্যতম বড় নাম রিলায়েন্স জিও কোম্পানি। এবার Swiggy Instamart-এর সঙ্গে হাত মিলিয়ে Jio এমন এক উদ্ভাবনী উদ্যোগ নিয়ে এসেছে, যা দেশের কোটি কোটি মানুষকে দ্রুত ও সাশ্রয়ী দামে স্মার্টফোন কেনার সুবিধা দিতে চলেছে। এখন থেকে মাত্র ₹৭৯৯ টাকায় JioBharat V4 এবং ₹২৭৯৯ টাকায় JioPhone Prima 2 ফোন আপনি Swiggy Instamart-এর মাধ্যমেই অর্ডার করতে পারবেন বপনিও এবং সেটা পৌঁছে যাবে মাত্র ১০ মিনিটে আপনার বাড়ির দরজায়। আসুন জানি কতটা সত্যি এই ঘটনা
আরও পড়ুন : স্টেট ব্যাংকের জনপ্রিয় প্রকল্পে মিলছে প্রচুর সুদ ! সারাজীবন টেনশন ফ্রি থাকুন
কেন এই অফার এত গুরুত্বপূর্ণ?
- দাম মাত্র ₹৭৯৯: সাধ্যের মধ্যে সবার জন্য এটি
- ১০ মিনিটে ডেলিভারি: Flipkart বা Amazon-এর অপেক্ষা নেই
- ৯৫টিরও বেশি শহরে পরিষেবা: সারা ভারতের লক্ষাধিক মানুষ উপকৃত হবেন
- UPI ও COD সাপোর্ট: এতে পেমেন্টেও ঝামেলা নেই
কোন কোন Jio ফোন পাওয়া যাচ্ছে এই পরিষেবায়?
1. JioBharat V4 – দাম মাত্র ₹৭৯৯
এই ফোনটি মূলত গ্রামীণ ও প্রবীণ ব্যবহারকারীদের জন্য বানানো হয়েছে যারা এখনও ফিচার ফোন ব্যবহার করে থাকেন। তবে এতে রয়েছে অত্যাধুনিক নানা সুবিধা।
🔹 ফিচারসমূহ:
- ৪জি সাপোর্ট
- JioPay-এর মাধ্যমে UPI পেমেন্ট
- ৪৫৫+ চ্যানেল সহ JioTV
- JioCinema ও JioSaavn অ্যাক্সেস
- ১০০০ mAh ব্যাটারি
- ডিজিটাল ক্যামেরা ও এক্সপ্যান্ডেবল স্টোরেজ
🔹 রিচার্জ প্ল্যান:
- ₹১২৩ টাকায় প্রতি মাসে অ্যনলিমিটেড কল + ১৪ জিবি ডেটা
2. JioPhone Prima 2 – দাম ₹২৭৯৯
এই ফোনটি দেখতে ফিচার ফোন হলেও ভিতরে রয়েছে একেবারে অন্যান্য স্মার্টফোনের পারফরম্যান্স।
🔹 ফিচারসমূহ:
- Qualcomm Snapdragon প্রসেসর
- ৫১২ এমবি RAM
- YouTube, Facebook, WhatsApp, Voice Assistant সাপোর্ট
- WiFi + Bluetooth সাপোর্ট
- ডুয়েল ক্যামেরা
- ২০০০mAh ব্যাটারি
- ২৩টি ভারতীয় ভাষার সাপোর্ট
Swiggy Instamart থেকে কীভাবে অর্ডার করবেন?
১. আপনার মোবাইলে Swiggy অ্যাপ install
২. Instamart বিভাগে যান
৩. নিজের লোকেশন (PIN Code) দিন
৪. সার্চ বক্সে লিখুন – “Jio Phone” অথবা “JioBharat”
৫. পছন্দের ফোনটি Add to Cart করুন
৬. পেমেন্ট করুন (UPI/Card/Cash on Delivery)
৭. মাত্র ১০ মিনিটের মধ্যে ফোন পৌঁছে যাবে আপনার বাড়ি!