মাত্র ₹৭৯৯ টাকায় Jio ফোন ! এখন Swiggy Instamart থেকেই ১০ মিনিটে পৌঁছে যাবে হাতে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের টেলিকম বিপ্লবে অন্যতম বড় নাম রিলায়েন্স জিও কোম্পানি। এবার Swiggy Instamart-এর সঙ্গে হাত মিলিয়ে Jio এমন এক উদ্ভাবনী উদ্যোগ নিয়ে এসেছে, যা দেশের কোটি কোটি মানুষকে দ্রুত ও সাশ্রয়ী দামে স্মার্টফোন কেনার সুবিধা দিতে চলেছে। এখন থেকে মাত্র ₹৭৯৯ টাকায় JioBharat V4 এবং ₹২৭৯৯ টাকায় JioPhone Prima 2 ফোন আপনি Swiggy Instamart-এর মাধ্যমেই অর্ডার করতে পারবেন বপনিও এবং সেটা পৌঁছে যাবে মাত্র ১০ মিনিটে আপনার বাড়ির দরজায়। আসুন জানি কতটা সত্যি এই ঘটনা

আরও পড়ুন : স্টেট ব্যাংকের জনপ্রিয় প্রকল্পে মিলছে প্রচুর সুদ ! সারাজীবন টেনশন ফ্রি থাকুন

কেন এই অফার এত গুরুত্বপূর্ণ?

  1. দাম মাত্র ₹৭৯৯: সাধ্যের মধ্যে সবার জন্য এটি
  2. ১০ মিনিটে ডেলিভারি: Flipkart বা Amazon-এর অপেক্ষা নেই
  3. ৯৫টিরও বেশি শহরে পরিষেবা: সারা ভারতের লক্ষাধিক মানুষ উপকৃত হবেন
  4. UPI ও COD সাপোর্ট: এতে পেমেন্টেও ঝামেলা নেই

কোন কোন Jio ফোন পাওয়া যাচ্ছে এই পরিষেবায়?

1. JioBharat V4 – দাম মাত্র ₹৭৯৯

এই ফোনটি মূলত গ্রামীণ ও প্রবীণ ব্যবহারকারীদের জন্য বানানো হয়েছে যারা এখনও ফিচার ফোন ব্যবহার করে থাকেন। তবে এতে রয়েছে অত্যাধুনিক নানা সুবিধা।

🔹 ফিচারসমূহ:

  • ৪জি সাপোর্ট
  • JioPay-এর মাধ্যমে UPI পেমেন্ট
  • ৪৫৫+ চ্যানেল সহ JioTV
  • JioCinema ও JioSaavn অ্যাক্সেস
  • ১০০০ mAh ব্যাটারি
  • ডিজিটাল ক্যামেরা ও এক্সপ্যান্ডেবল স্টোরেজ

🔹 রিচার্জ প্ল্যান:

  • ₹১২৩ টাকায় প্রতি মাসে অ্যনলিমিটেড কল + ১৪ জিবি ডেটা

2. JioPhone Prima 2 – দাম ₹২৭৯৯

এই ফোনটি দেখতে ফিচার ফোন হলেও ভিতরে রয়েছে একেবারে অন্যান্য স্মার্টফোনের পারফরম্যান্স।

🔹 ফিচারসমূহ:

  1. Qualcomm Snapdragon প্রসেসর
  2. ৫১২ এমবি RAM
  3. YouTube, Facebook, WhatsApp, Voice Assistant সাপোর্ট
  4. WiFi + Bluetooth সাপোর্ট
  5. ডুয়েল ক্যামেরা
  6. ২০০০mAh ব্যাটারি
  7. ২৩টি ভারতীয় ভাষার সাপোর্ট

Swiggy Instamart থেকে কীভাবে অর্ডার করবেন?

১. আপনার মোবাইলে Swiggy অ্যাপ install
২. Instamart বিভাগে যান
৩. নিজের লোকেশন (PIN Code) দিন
৪. সার্চ বক্সে লিখুন – “Jio Phone” অথবা “JioBharat”
৫. পছন্দের ফোনটি Add to Cart করুন
৬. পেমেন্ট করুন (UPI/Card/Cash on Delivery)
৭. মাত্র ১০ মিনিটের মধ্যে ফোন পৌঁছে যাবে আপনার বাড়ি!

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা ও কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা ! বাড়ছে টাকা, কবে একাউন্টে ঢুকবে ? দেখুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন