মাত্র ₹41,000 টাকায় ঘরে আনুন Honda Dio – দুর্দান্ত মাইলেজ ও স্টাইলিশ লুক !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

ola electric scooter

Bangla News Dunia, Pallab : আপনি কি কম বাজেটে একটি স্টাইলিশ ও নির্ভরযোগ্য স্কুটার খুঁজছেন? তাহলে আপনার জন্য দারুণ একটি সুযোগ এসেছে। বর্তমানে  মার্কেটে Honda Dio স্কুটারটি মাত্র ₹41,000 টাকায় পাওয়া যাচ্ছে। যেখানে নতুন Honda Dio স্কুটারটির শোরুম মূল্য প্রায় ₹80,000 টাকা, সেখানে এই পদ্ধতিতে এই মডেল আপনি পাচ্ছেন অর্ধেক দামে। কীভাবে পাবেন আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক –

আরও পড়ুন : ঝুঁকি ছাড়াই বেশি রিটার্ন পেতে চান ? পোস্ট অফিসের এই স্কিমগুলিতে বিনিয়োগ ককরুনl

কেন এত জনপ্রিয় Honda Dio?

Honda Dio ভারতের যুবসমাজের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি স্কুটার। এর স্পোর্টি ডিজাইন, উজ্জ্বল রঙ, এবং ফুয়েল-এফিশিয়েন্ট ইঞ্জিন একে করে তুলেছে শহরের যাত্রী ও ছাত্রছাত্রীদের জন্য আদর্শ। ট্রাফিক হোক বা ফাঁকা রাস্তা – Dio সর্বত্রই অসাধারণ পারফরম্যান্স ও কমফোর্ট প্রদান করে।

Honda Dio-এর গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন

  • ইঞ্জিন: 109.51cc, BS6 কমপ্লায়েন্ট
  • পাওয়ার: 7.65 PS @ 8000 rpm
  • টর্ক: 9 Nm @ 4750 rpm
  • মাইলেজ: 50-55 কিমি/লিটার
  • ফুয়েল ট্যাঙ্ক ক্ষমতা: 5.3 লিটার
  • ব্রেক: সামনে ও পেছনে ড্রাম ব্রেক
  • ডিজাইন: ডিজিটাল স্পিডোমিটার সহ স্টাইলিশ ও যুবকেন্দ্রিক ডিজাইন

আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন