মাত্র 10,000 টাকা হাতে রাখুন। রিটার্ন পাবেন 1 কোটি! কিভাবে সম্ভব ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমান সময়ে বিনিয়োগ নিয়ে সবাই ভাবছেন। আর তাই ঝুঁকি নিয়েও Mutual Fund-এ টাকা রাখছেন কারণ এখানে রিটার্ন অল্প সময়ে বেশি পাওয়া যায়। এবার আপনিও যদি বিনিয়োগের ফিল্ডে নামেন তাহলে এমন কিছু জায়গা আছে যেখানে টাকা রাখলে নিমেষে বড় অংকের টাকা রিটার্ন হিসেবে পাবেন। টাটার সেরা ৩ মিউচুয়াল ফান্ড আছে সেই তালিকায়। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

Top 3 Mutual Fund Investment 2025

ভবিষ্যত নিয়ে ভাবছেন? অল্প সময়ের মধ্যে বেশি রিটার্ন চাইছেন? তাহলে বিনিয়োগ শুরু করুন বিশেষ তিনটে মিউচুয়াল ফান্ডে। মাত্র ১০ হাজার টাকা হাতে নিয়ে নামুন। যার দ্বারা রিটার্ন আসবে ১ কোটি টাকা। অবাক হলেও বিষয়টি সত্যি। বিনিয়োগ কৌশল দেখে নিন।

১) টাটা মিড ক্যাপ ফান্ড

বলা হচ্ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিয়ে। প্রথমেই আলোচনা করা যাক টাটা মিড ক্যাপ ফান্ড সম্পর্কে। ১৯৯৪ সালের ১ জুলাই থেকে এটি শুরু হয়েছে। এই ফান্ডে মোট অ্যাসেট হল ৪ হাজার ৭০১ কোটি টাকার। আর রেশিও হল ১.৮৫ শতাংশ। আপনি যদি এখানে ১০ হাজার টাকা নিয়ে মাসে বিনিয়োগ শুরু করতে পারেন, আর সময় নেন ২০ বছর তাহলে সেখান থেকে আপনার ২০ বছরে ১.৭৩ কোটি টাকা পাওয়া সম্ভব। টানা ৩১ বছর ধরে বিনিয়োগ করতে পারলে ১১.২৭ কোটি টাকা পাবেন।

আরও পড়ুন:- ৩২০০০ শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ । চাকরি ফিরে পাচ্ছেন শিক্ষকরা? জানাল হাইকোর্ট

২) টাটা এলিস ফান্ড

দ্বিতীয় নম্বরে বলব টাটা এলিস ফান্ডের কথা। ১৯৯৬ সালের ৩১ মার্চ থেকে এটি শুরু হয়েছে। এই ফান্ডে মোট অ্যাসেট ৪ হাজার ৫৮২ কোটি টাকার। আর রেশিও হলো ১.৮১ শতাংশ। এবার যদি আপনি এখানে ১০ হাজার টাকা নিয়ে মাসে বিনিয়োগ করতে পারেন আর যদি ২০ বছর এই বিনিয়োগে সময় নেন, তাহলে সেখান থেকে ২০ বছরে ১.২৭ কোটি টাকা পাওয়া সম্ভব। এভাবে আপনি ২৯ বছর ধরে বিনিয়োগ করতে পারলে ৯.২৭ কোটি টাকা পাবেন।

৩) টাটা ভ্যালু ফান্ড

২০০৪ সালের ২৯ জুন থেকে শুরু হয়েছে টাটা ভ্যালু ফান্ড। এখানে মোট অ্যাসেট ৮ হাজার ৫০৬ কোটি টাকার। রেশিও রয়েছে ১.৭৭ শতাংশ। এবার যদি আপনি এখানে ১০ হাজার টাকা মাসে বিনিয়োগ করতে পারেন তবে সেখান থেকে ২০ বছরের ব্যবধানে ১.৪৯ কোটি টাকা পাওয়া সম্ভব। এভাবে টানা ২১ বছর ধরে বিনিয়োগ করতে পারলে ১.৮১ কোটি টাকা আসবে পকেটে।

উপসংহার

এবার যদি আপনি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিনিয়োগ করতে চান তাহলে মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পারেন। তবে মিউচুয়াল ফান্ডে টাকা রাখা ঝুঁকিসাপেক্ষ বিষয়। টাকা ইনভেস্ট করার আগে সমস্ত কাগজপত্র দেখে নেবেন।

আরও পড়ুন:- সুবিচার না পেলে আমি তৃণমূল ছেড়ে দেব, হুঁশিয়ারি সিদ্দিকুল্লা চৌধুরির

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন