Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উষ্ণতার পারদ চড়তেই কম টাকায় ঠান্ডা হাওয়া খাওয়ার চাহিদা বাড়ল। আর সেই চাহিদা মেটাতে বাজারে এসেছে পোর্টেবল এসি (Portable AC). এটি একটি ছোট্ট যন্ত্র ঠিকই তবে এর কাজ কিন্তু কোনো অংশে লঘু নয়। উল্টে ঘরকে ঠান্ডা ঠান্ডা কুল কুল করে রাখে এটি। আর দাম? আপনার পকেট ফ্রেন্ডলি। মাত্র ২০০০ টাকা খরচ করলেই এই এসি আপনি আনতে পারবেন বাড়িতে।
Portable AC Benefits In India
মার্চের শুরু থেকেই যে হারে গরম বেড়েছিল তার জেরে প্রতিবছরের মত এই বছরেও লাফিয়ে বৃদ্ধি পেয়েছে এসির (Air Conditioner) চাহিদা। তবে এসির দামের সঙ্গে পাল্লা দিতে না পারায় অনেকেই সমস্যার মুখে পড়েছেন। তাঁদের বাজেট কম কিন্তু ঠান্ডা হাওয়া চাই। তাই কুলার কিংবা স্ট্যান্ড ফ্যান কিনেও বহু মানুষ দুধের চাহিদা ঘোলে মেটাচ্ছেন। কিন্তু আর চিন্তা নেই। এবার আপনার পকেট ফ্রেন্ডলি এসি বাজার দখল করতে চলেছে। ইতিমধ্যে এর চাহিদা তুঙ্গে। এই এসির নাম পোর্টেবল এসি। আর কাজ? আপনার মন পসন্দ।
আরও পড়ুন:- পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন
পোর্টেবল এসির সুবিধাগুলি কি কি?
আপনি কেন পোর্টেবল এসি কিনবেন অর্থাৎ এই এসির সুবিধাগুলি কি কি, প্রথমে সে বিষয়ে জেনে নেওয়া যাক। এই পোর্টেবল এসি পাওয়া যাচ্ছে মূলত Amazon এ। এই শপিং সাইটে উপলব্ধ Vasukie পোর্টেবল এসি অত্যন্ত কম দামে এনে দেবে বরফ শীতল ঠাণ্ডা পরিবেশ তাও আবার এক নিমেষে। এবার জেনে নেওয়া যাক এসির বিভিন্ন সুবিধা, ফিচার্স, দাম সম্পর্কে বিস্তারিত।
পোর্টেবল এসি ব্যবহারের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল এর বিদ্যুৎ খরচ। একদিকে যেমন দাম কম আবার অন্যদিকে এর বিদ্যুৎ খরচও একদম কম। সাধারণ এসি ব্যবহারের ক্ষেত্রে যেমন বিদ্যুতের খরচ একটি চিন্তার বিষয়, এখানে কিন্তু সেটি নয়। এর কারণ হল পোর্টেবল এসি খুব কম শক্তিতে USB কেবিলের মাধ্যমে চলে। আপনার বাড়িতে ব্যবহৃত এসির তুলনায় অনেক কম এর বিদ্যুৎ খরচ।
তবে এটাও জেনে রাখুন এতে কোন ব্যাটারি নেই। এটির ওপরে ধরার জন্য আছে একটি প্লাস্টিকের হ্যান্ডেল। যার সুবিধা হল এটিকে আপনি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। আর আরও একটি বিষয় হল, এটির ডিজাইন এত সুন্দর যে এটি ব্যবহার করতেও আপনার ভাল লাগবে।
কিন্তু এর ব্যবহার করবেন কিভাবে? এতে শুধু জল এবং বরফ টুকরো যোগ করতে হবে। তাহলেই আপনি এটি থেকে বরফ শীতল হাওয়া পাবেন। এটি আড়াই থেকে বারো ঘণ্টা পর্যন্ত হাওয়া প্রদান করতে পারে। এই এসি হল একটি এয়ার হিউমিডিফায়ার। এই এসিতে গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য তিনটি মোড দেওয়া হয়েছে। সেট রয়েছে টাইমারও। যার ফলে এতে কম আওয়াজ হয় সাথে পাবেন আলোর সুবিধা। জেনে রাখুন, মিনি পোর্টেবল এসিটির দাম মাত্র ১৮৯৮ টাকা। আপনি চাইলে মাসিক মাত্র ৯৩ টাকার EMI বিকল্পেও এটি কিনতে পারবেন।
উপসংহারঃ ইতিমধ্যে বহু মানুষ নিজেদের বাড়িতে পোর্টেবল এসি এনেছেন। আপনিও যদি চান এই এসি বাড়িতে নিয়ে আসতে পারেন মাত্র ২ হাজার টাকা ব্যয় করে। আর কি কি সুবিধা পাবেন তা তো দেখলেনই। তাহলে আর দেরি কেন? আপনারও বাড়িতে আসুক পোর্টেবল এসি।
আরও পড়ুন:- আর ২৫ বছর বাঁচতে পারলেই অমর হয়ে যাবে মানুষ ? গবেষণায় চাঞ্চল্য