গুরুত্বপূর্ণ তারিখ ও ওয়েবসাইট:
- আবেদন শুরু: ০২ মে, ২০২৫, বিকাল ৪টা থেকে।
- আবেদনের শেষ তারিখ: ১৭ই মে, ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত।
- অনলাইন পোর্টাল: www.wbbsedata.com
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
কারা আবেদন করতে পারবেন?
- PPS (পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি): সফল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
- PPR (পোস্ট পাবলিকেশন রিভিউ): অসফল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফি:
- PPS: প্রতি বিষয়ে ₹৮০।
- PPR: প্রতি বিষয়ে ₹১০০।
- স্কুল কর্তৃপক্ষ আনুষঙ্গিক খরচ বাবদ প্রয়োজনে প্রতি পরীক্ষার্থীর থেকে নগদে অতিরিক্ত ₹২ চার্জ করতে পারে।
আবেদন প্রক্রিয়া:
- PPS বা PPR-এর জন্য ইচ্ছুক পরীক্ষার্থীদের সাদা কাগজে নাম, রোল নম্বর, যে বিষয়গুলির জন্য আবেদন করতে চান তার উল্লেখ এবং মার্কশিটের ফটোকপি সহ নির্ধারিত ফি (নগদে) নিজেদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে।
- সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুধুমাত্র স্কুলের মাধ্যমেই সম্পন্ন করা হবে।
- পর্ষদ কোনো ব্যক্তিগত আবেদন বা ম্যানুয়াল আবেদন গ্রহণ করবে না।
- স্কুলের প্রধান শিক্ষকদের https://www.wbbsedata.com ওয়েবসাইটে লগইন করে বিস্তারিত নির্দেশাবলী অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।