মাধ্যমিক কিংবা HS পাশে সর্বোচ্চ ৪৮ হাজার আর্থিক সাহায্য, কীভাবে আবেদন করবেন ? দেখুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সকলে জানি সম্প্রতি বিভিন্ন বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এটাও সকলে জানি যে, বর্তমান সময়ে শিক্ষাই একজন মানুষের জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। কিন্তু দুর্ভাগ্যবশত, আমাদের সমাজে অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছেন যারা শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে তাদের স্বপ্নের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হন। বিশেষ করে দেশের পিছিয়ে পড়া শ্রেণির মধ্যে SC (Scheduled Caste), ST (Scheduled Tribe) এবং OBC (Other Backward Class) শ্রেণির পড়ুয়াদের জন্য উচ্চশিক্ষা অনেক সময় দুর্বার চ্যালেঞ্জ হয়ে ওঠে।

আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ঘরে বসে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি জেনে নিন

তাইতো এই বিষয়টি বিবেচনায় রেখে ভারত সরকার SC ST OBC স্কলারশিপ যোজনা ২০২৫ চালু করেছে, যার মাধ্যমে এই শ্রেণির ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই কনটেন্টে আমরা বিস্তারিতভাবে জানব এই স্কলারশিপের উদ্দেশ্য, পরিমাণ, যোগ্যতা, আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখগুলি সম্পর্কে।

এই স্কলারশিপের মূল উদ্দেশ্য

এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হল সমাজের পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা লাভের সুযোগ প্রদান করা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, SC, ST ও OBC শ্রেণির মেধাবী ছাত্রছাত্রীরা অর্থের অভাবে মাধ্যমিকের পর বা উচ্চমাধ্যমিকের পরে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। তাই এই স্কলারশিপ তাদের সেই বাধা কাটিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।

স্কলারশিপের আর্থিক সাহায্যেের পরিমাণ

এই স্কলারশিপের মাধ্যমে সরকার প্রতিটি যোগ্য ছাত্রছাত্রীকে বছরে সর্বাধিক  ₹৪৮,০০০ পর্যন্ত অর্থ প্রদান করবে। এই অর্থ ব্যবহার করা যাবে কলেজের ফি, হোস্টেল খরচ, বইপত্র কেনা ও অন্যান্য শিক্ষাগত খরচের জন্য।

যারা সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এবং SC/ST/OBC শ্রেণিভুক্ত, তারাই কেবল এই অর্থের জন্য আবেদন করতে পারবেন।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন