মাধ্যমিক পরীক্ষায় নম্বর কম পেলে কীভাবে স্ক্রুটিনি ও রিভিউ করবেন ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনেক ছাত্র ছাত্রীর প্রত্যাশা পূরণ করে না। কেউ কেউ মনে করেন, তারা আরও ভালো করতে পারতেন। এই অবস্থায় মাধ্যমিক স্ক্রুটিনি ও রিভিউ প্রক্রিয়া আপনাকে নতুন সুযোগ দিতে পারে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রতি বছরই এই সুবিধা দিয়ে থাকে। নিচে ধাপে ধাপে জানানো হল কীভাবে স্ক্রুটিনি বা রিভিউয়ের আবেদন করবেন, এবং কোন কোন বিষয়ের দিকে নজর দেওয়া উচিত।

মাধ্যমিক পরীক্ষায় নম্বর কম? জেনে নিন কীভাবে করবেন স্ক্রুটিনি ও রিভিউ

স্ক্রুটিনি (Scrutiny) হল শুধুমাত্র খাতা পূর্ণভাবে পরীক্ষিত হয়েছে কিনা ও যোগ ফল ঠিক আছে কিনা, তা দেখা হয়, রিভিউ (Review) হল নির্দিষ্ট বিষয়ের উত্তর পত্র পুনরায় মূল্যায়ন করা হয় শুধুমাত্র নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে। রিভিউ শুধুমাত্র যদি ছাত্র ছাত্রীরা নির্দিষ্ট সংখ্যার মধ্যে পড়ে, তবেই করা যায়। এক্ষেত্রে পর্ষদের নিয়মাবলি মেনে চলতে হয়, আর এই সম্পর্কে আরও বেশি তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য কারা আবেদন করতে পারবেন?

  • যেই সব ছাত্র ছাত্রী মনে করে, তাদের নম্বর ভুল ভাবে কম এসেছে
  • যারা প্রাপ্ত নম্বর ও প্রত্যাশিত নম্বরের মধ্যে বড় ফারাক খুজে পেয়েছেন
  • যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নির্দিষ্ট কাট-অফ মিস করেছেন

 

 

আবেদনের পদ্ধতি শেষ তারিখ ও ফি

  1. ১৮ ই মে বিকাল ৫ টা পর্যন্ত এই আবেদন চালু থাকবে
  2. ১০০ টাকা করে ফি জমা দিতে হবে
  3. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যান
  4. “Scrutiny/Review Application” সেকশন খুঁজে বের করুন
  5. রেজিস্ট্রেশন নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিন
  6. স্ক্যান করা মার্কশিট ও অন্যান্য ডকুমেন্ট আপলোড করুন

আবেদনের সময় যেসব বিষয় মাথায় রাখতে হবে, শুধুমাত্র নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন গ্রহণ যোগ্য, আবেদনপত্র সাবধানে পূরণ করতে হবে, যেই সব বিষয়ের জন্য আপনি আবেদন করছেন, সেই গুলির কোড সঠিকভাবে লিখুন, ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। আবেদন করার প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ পরে সংশোধিত ফলাফল প্রকাশিত হয়, সংশোধিত মার্কশিট আপনার বিদ্যালয়ের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।

মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের সুবিধা ও সীমাবদ্ধতা

ভুল নম্বরপত্র সংশোধনের সুযোগ, যোগ ফলের ভুলের ক্ষেত্রে দ্রুত সংশোধন, নম্বর কমতেও পারে, সব বিষয়ের জন্য রিভিউয়ের সুযোগ নেই। যদি আপনি মনে করেন মাধ্যমিক পরীক্ষায় আপনার নম্বর প্রত্যাশার তুলনায় কম এসেছে, তাহলে স্ক্রুটিনি ও রিভিউয়ের মাধ্যমে নতুন একটি সুযোগ নিতে পারেন। তবে আবেদন করার আগে নিয়মাবলি ভালোভাবে বুঝে নেওয়া উচিত, সঠিক নিয়মে আবেদন করলে অনেক সময় নম্বর বাড়তেও দেখা গেছে, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

আরও পড়ুন:- এই ৩ খাবার খেলেই বাড়ে ফ্যাটি লিভারের ঝুঁকি

আরও পড়ুন:- দিনভর মোবাইলে বুঁদ, শিরদাঁড়া বেঁকে গেল যুবকের । জানতে বিস্তারিত পড়ুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন