মাধ্যমিক পাস করলেই পাবেন নবান্ন স্কলারশিপ, জানুন কিভাবে আবেদন করবেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আপনি কি এই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা ? আপনি কি একজন মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অথবা পাস করে রয়েছেন কিংবা পরীক্ষার্থীর পরিবারের কেউ ? যদি হয়ে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনারই জন্য। কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নবান্ন কর্তৃক রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য নিয়ে আসা হয়েছে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য। যেটা আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে সরকারের তরফ থেকে। চলুন তাহলে দেখে নিন এবার বিস্তারিত বিষয়টা।

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা এর আগেও প্রচুর প্রকল্প যে সাধারণ জনগণের জন্য। আর এই সমস্ত প্রকল্পগুলির প্রত্যেকটির পেছনে রয়েছে কোনো না কোনো বিশেষ কারণ। যে একই মত এই স্কিমেরও একটি বিরাট উদ্দেশ্য রয়েছে। রাজ্যের যে সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্রাজুয়েশন উত্তীর্ণ প্রার্থী রয়েছেন অথবা এর পরবর্তীতে যেকোনো উচ্চ বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, সেই সমস্ত পড়ুয়াদের আগামীতে শিক্ষার অগ্রগতির জন্য এই নতুন স্কিমটি আনা হয়েছে।

মেধাবী এবং আর্থিক দিক থেকে অসচ্ছল এমন পরিবারের হয়ে থাকলে আপনিও এই প্রকল্পের সুবিধাটি নিতে পারেন। রাজ্য সরকার সাধারণত রাজ্যের বিভিন্ন ধরনের জনগণের জন্য বিভিন্ন ধরনের স্কিমের সুবিধা নিয়ে এসেছেন। ছেলে বুড়ো থেকে শুরু করে বয়স্ক মহিলা পর্যন্ত সবার জন্য নতুন নতুন নানা ধরনের উপকারী প্রকল্প নিয়ে এসেছেন মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার রাজ্যের প্রতিটি পূর্বাদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা দেওয়ার জন্য নবান্ন কর্তৃক এই স্কিম শুরু করেছে। যার নাম দেওয়া হয়েছে “নবান্ন স্কলারশিপ”। চলুন তাহলে এবার দেখে নিন কিভাবে এখানে আবেদন করবেন ? কি কি ডকুমেন্টস প্রয়োজন আবেদন করার জন্য ? কত টাকা অনুদান পাওয়া যাবে এই স্কলারশিপটির মাধ্যমে ? কত তারিখ অব্দি আবেদন জানানো যাবে। ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর ধাপে ধাপ।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

কি কি যোগ্যতা থাকতে হবে এখানে আবেদন করতে হলে ?

রাজ্য সরকারের এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে হলে, আবেদনকারী পড়ুয়া কে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। বাসিন্দা এর প্রমাণপত্র হিসেবে উপযুক্ত ডকুমেন্টস্ থাকা বাঞ্ছনীয়। আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করা প্রার্থী অথবা পাস করা প্রার্থী হতে হবে তবে শতাংশের উপর এর কিছু নিয়ম রয়েছে। আবেদনকারী বড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় হতে হবে 1 লক্ষ্য 20 হাজার টাকার কম । আয়ের প্রমাণপত্র হিসেবে আবেদনকারী কে পৌরসভা কেন্দ্র পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিতে হবে।

কি কি ডকুমেন্টস্ প্রয়োজন এখানে আবেদন করতে হলে ?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই নতুন স্কলারশিপটিতে আবেদন করতে হলে, আবেদনকারী পড়ুয়ার প্রয়োজন পড়বে বেশ কিছু ডকুমেন্টস্ এর, সেগুলি হলো –

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • রেশন কার্ড
  • ব্যাংক অ্যাকাউন্ট
  • পাসপোর্ট সাইজের ছবি
  • পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার রিসিভ কপি
  • মোবাইল নং
  • ইমেইল আইডি
  • মাধ্যমিক এর মার্কশিট ও পাস সার্টিফিকেট
  • উচ্চ মাধ্যমিক এর মার্কশীট ও পাস সার্টিফিকেট
  • স্নাতক পাস মার্কশিট ও পাস সার্টিফিকেট
  • ইনকাম সার্টিফিকেট
  • বাসিন্দা সার্টিফিকেট ইত্যাদি।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন