মাধ্যমিক রেজাল্ট ২০২৫ কবে প্রকাশিত হবে? কীভাবে অনলাইনের দেখবেন? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর। মাধ্যমিক রেজাল্ট ২০২৫ নিয়ে বহু দিন ধরেই উত্তেজনা ছিল সর্বত্র। এবার সেই অপেক্ষার দিন শেষ হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) শীঘ্রই অফিসিয়াল ঘোষণা করতে চলেছে। এই প্রতিবেদনে জেনে নিন রেজাল্ট সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য।

মাধ্যমিক রেজাল্ট ২০২৫ কবে প্রকাশিত হবে?

এখনও পর্যন্ত WBBSE এর তরফে নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও, পর্ষদ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মাধ্যমিক ফলাফল মে মাসের মাঝামাঝি সময়ের আশেপাশে প্রকাশিত হতে পারে। প্রতি বছরের মতো এবারও পরীক্ষার ৮ – ১০ সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের প্রথম থেকে মাঝা মাঝি সময় পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, সেই অনুযায়ী মে মাসের মাঝামাঝি রেজাল্ট বের হওয়ার কথা।

কীভাবে অনলাইনে রেজাল্ট দেখবেন?

রেজাল্ট প্রকাশের দিন পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট গুলোর মাধ্যমে ফলাফল দেখতে পারবে, কিছু সাইট সম্পর্কে জানিয়ে দেওয়া হল। wbbse.wb.gov.in, wbresults.nic.in, wbbse.org. এই সাইট গুলোর মাধ্যমে আপনারা রেজাল্ট দেখতে পারবেন এবং অনেক বেসরকারি সাইটের মাধ্যমেও এই কাজ করা যাবে, কিন্তু সকলের উচিত যে সরকারি সাইটের মাধ্যমেই রেজাল্ট চেক করা।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?

মাধ্যমিক রেজাল্ট ২০২৫ দেখার ধাপ গুলি

  • উল্লিখিত যে কোনো ওয়েবসাইটে যান
  • “Madhyamik Result 2025” লিঙ্কে ক্লিক করুন
  • রোল নম্বর ও জন্মতারিখ লিখুন
  • “Submit” বাটনে ক্লিক করুন
  • স্ক্রিনে রেজাল্ট দেখতে পাবেন
  • প্রিন্ট আউট নিতে চাইলে Ctrl + P চাপুন

স্কুল থেকে মার্কশিট কবে পাওয়া যাবে?

  1. অনলাইনে ফলাফল প্রকাশের ২ – ৩ দিন পর থেকেই ছাত্র ছাত্রীরা নিজেদের স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।
  2. অনলাইন রেজাল্ট শুধুমাত্র তথ্যের জন্য।
  3. অফিসিয়াল মার্কশিট ভবিষ্যতে কলেজে ভর্তি, স্কলারশিপ ও অন্যান্য কাজে প্রয়োজন হবে।
  4. তাই মূল মার্কশিট অবশ্যই ভালোভাবে সংরক্ষণ করা উচিত।

পাশের হার ও পরীক্ষার্থীর পরিসংখ্যান

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মতে, এই বছর মোট ১২.৩ লক্ষের বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে পাশের হার ছিল প্রায় ৮৬.৬০%। এবার কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন, বিভিন্ন জেলার পারফরম্যান্সের উপরে নজর রাখা হবে এই বছরেও, কারণ বিগত বছর গুলিতে কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ও নদীয়া জেলা গুলি বেশ ভালো ফল করেছে।

মাধ্যমিক রেজাল্ট ২০২৫ গুরুত্বপূর্ণ তথ্য

সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করুন, অফিসিয়াল হেল্পলাইন নম্বরে ফোন করুন, ওয়েবসাইটে ভুল দেখা দিলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, প্রয়োজনে সাইবার ক্যাফে বা অভিজ্ঞ কারও সাহায্য নিন, রেজাল্ট দেখার জন্য রোল নম্বর ও DOB প্রয়োজন। আর এই সম্পর্কে কোন সমস্যা হলে পর্ষদের হেল্প লাইন নম্বরে গিয়ে যোগাযোগ করতে পারবেন।

 

আরও পড়ুন:- প্রায় দিনই মাথা যন্ত্রণা করছে, শরীরে কিছু বিপজ্জনক রোগ পাকছে? জানুন জরুরি তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন