মানবদেহের গুরুত্বপূর্ণ হরমোন ও তাদের কাজ ! জানুন বিস্তারিত তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : মানব দেহে হরমোন হলো এমন রাসায়নিক পদার্থ যা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে বার্তা পাঠায় এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। হরমোন গুলো শরীরের এন্ডোক্রাইন গ্রন্থি (endocrine glands) থেকে নিঃসৃত হয়।

আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?

কিছু গুরুত্বপূর্ণ হরমোন এবং তাদের কাজ উল্লেখ করা হলো :

১. ইনসুলিন (Insulin)

উৎপত্তি স্থান: অগ্ন্যাশয় (Pancreas)
কাজ: রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে; গ্লুকোজকে কোষে প্রবেশে সহায়তা করে।

২. অ্যাড্রিনালিন (Adrenaline)

উৎপত্তি স্থান: অ্যাড্রিনাল গ্রন্থি
কাজ: ভয় বা উত্তেজনার সময় হৃদস্পন্দন বাড়ানো, রক্তচাপ বৃদ্ধি করা ও শক্তি বৃদ্ধি করা।

৩. থাইরক্সিন (Thyroxine)

উৎপত্তি স্থান: থাইরয়েড গ্রন্থি
কাজ: বিপাকক্রিয়া (metabolism) নিয়ন্ত্রণ করে, শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে।

৪. গ্রোথ হরমোন (Growth Hormone)

উৎপত্তি স্থান: পিটুইটারি গ্রন্থি (Pituitary gland)
কাজ: শরীরের বৃদ্ধি ও কোষ বিভাজনে সহায়তা করে।

৫. অক্সিটোসিন (Oxytocin)

উৎপত্তি স্থান: হাইপোথ্যালামাস (Hypothalamus)
কাজ: গর্ভাশয়ে সংকোচন সৃষ্টি করে এবং স্তন্যদানের সময় দুধ নিঃসরণে সহায়তা করে।

৬. এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন (Estrogen & Progesterone)
উৎপত্তি স্থান: ডিম্বাশয় (Ovary)
কাজ: নারী দেহে প্রজনন ও মাসিক চক্র নিয়ন্ত্রণ করে।

৭. টেস্টোস্টেরন (Testosterone)

উৎপত্তি স্থান: অণ্ডকোষ (Testes)
কাজ: পুরুষদের দ্বিতীয়িক বৈশিষ্ট্য (দাড়ি, কণ্ঠ ভারী
হওয়া ইত্যাদি) বিকাশে সহায়তা করে।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন