Bangla News Dunia, Pallab : পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হামলাকে তিনি ‘মানবসভ্যতার বুকে ক্ষত চিহ্ন’ হিসেবে উল্লেখ করেছেন। এক বিবৃতিতে মুজিব-কন্যা বলেছেন, ‘কাশ্মীরে যে জঙ্গি হামলা ঘটেছে, তা মানবিক বিশ্ব গড়ে তোলার পথে প্রধান বাধা। এটা মানবসভ্যতার বুকে ক্ষত চিহ্ন। জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ আওয়ামি লিগের সমর্থন বজায় থাকবে। আমরা বাংলাদেশকে জঙ্গিবাদমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে এসেছি।’
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ইজরায়েল সহ একাধিক দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ফোন করে সমবেদনা জানিয়েছেন। হামলার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং সহানুভূতি রয়েছে।’
ঘটনার নিন্দা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও। নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েল ভারতের পাশে আছে।’ অন্যদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, তিনি পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় গভীরভাবে শোকাহত। এর পাশাপাশি সৌদি আরব, ইতালি, ইজরায়েল, ইরান, শ্রীলঙ্কাও জঙ্গি হামলার নিন্দা করে ভারতের পাশে দাঁড়িয়েছে।