মামা-ভাগ্নি প্রেম করে পালিয়ে বিয়ে, তারপর দুজনেই বিষ খেল। পুরো ঘটনা জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘প্রেম মানে না জাত, বয়স, এমনকি সম্পর্কের সংজ্ঞাও, এই প্রবাদ যেন হুবহু সত্যি হয়ে উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায়। সেখানেই সম্পর্কে মামা-ভাগ্নির প্রেম ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল। প্রেম করে পালিয়ে বিয়ে করার কয়েক মাসের মধ্যেই বুধবার সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এই যুগল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থানা এলাকার এক যুবকের সঙ্গে তার ভাগ্নির দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। সামাজিক বাঁধা উপেক্ষা করে তিন মাস আগে ওই তরুণীর সঙ্গে বিয়ে করেন ওই যুবক। যদিও এই সম্পর্ক মেনে নেয়নি মেয়ের পরিবার। অভিযোগ, তাঁরা আইনের সাহায্যে মেয়েকে ফেরানোর চেষ্টা চালাতে থাকেন।

আরও পড়ুন:- দুবাইতে স্থায়ীভাবে বসবাস অনেকটাই সহজ হয়ে গেল! কি সুবিধা ঘোষণা করল UAE সরকার ? জানুন

মেয়েটি তার স্বামীর (মামা) সঙ্গে হরিহরপাড়া থানা এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। বুধবার সকালে তাঁরা জানতে পারেন, পরিবারের পক্ষ থেকে পুলিশি হস্তক্ষেপ করে মেয়েটিকে ফেরানোর প্রস্তুতি চলছে। এরপরেই দুই প্রেমিক-প্রেমিকা মিলে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে স্থানীয়দের দাবি।

তাঁদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দু’জনকে উদ্ধার করে হরিহরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে দু’জনেই স্থিতিশীল বলে জানা গেছে।

ঘটনাটি ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে অপ্রচলিত সম্পর্কের সামাজিক স্বীকৃতি, অন্যদিকে আত্মহত্যার মতো চরম পদক্ষেপ, এই দুইয়ের দ্বন্দ্বে উদ্বেগ বাড়াচ্ছে এলাকার বাসিন্দাদের মধ্যেও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন:- পোষা কুকুর বা বিড়াল আঁচড়ালেও কি ইনজেকশন নিতে হবে ? জেনে রাখা জরুরি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন