Bangla News Dunia, Pallab : মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের তাড়ানোপর্ব চলছে। এবার কোপের মুখে পড়তে চলেছে ভারতের বিভিন্ন ভ্রমণসংস্থার মালিক, কার্যনির্বাহী অধিকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁদের ওপর ভিসা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ হতে চলেছে (Indian Travel Agencies)।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !
সোমবার মার্কিন বিদেশ দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের দূতাবাস ও উপদূতাবাসের কর্মীরা প্রতিদিন অবৈধ অভিবাসন, মানব পাচার ও পাচারের কাজে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছেন। ভারতে অবস্থিত ও পরিচালিত ভ্রমণসংস্থাগুলির মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ করা হচ্ছে।’ এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, ভ্রমণসংস্থাগুলি অবৈধ অনুপ্রবেশের জন্য দায়ী। ভিসা রেকর্ডের গোপনীয়তার কারণে সংশ্লিষ্ট ভ্রমণসংস্থাগুলির তালিকা দিতে পারছে না আমেরিকা।
দ্বিতীয় পর্যায়ে প্রেসিডেন্ট পদে বসার পর মার্কিন অভিবাসন নীতি আমূল বদলে দিয়েছেন ট্রাম্প। আমেরিকার ভাষায় ‘অবৈধ অনুপ্রবেশের কারিগর’ ভারতের ভ্রমণসংস্থাগুলিও পার পাবে না।