মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে ফোনালাপে রাজনাথ, ভারতের পাশে আমেরিকা !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের পারস্পারিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দুতরফেই নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। এই আবহেই বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তরের থেকে জানানো হয়েছে যে, ফোনালাপে মূলত পহেলগাঁও জঙ্গি হামলা নিয়েই কথা হয়েছে দুজনের মধ্যে। আরও জানা গিয়েছে যে, আলোচনায় হেগসেথ ভারতের আত্ম্রক্ষার অধিকারের বিষয়ে আমেরিকার সমর্থনের কথা জানিয়েছেন।

আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?

সুত্রের খবর, বৃহস্পতিবারের এই ফোনালাপে রাজনাথ পাকিস্তানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। কীভাবে পাকিস্তান অতীতেও জঙ্গি সংগঠনগুলিকে প্রশিক্ষণ নিতে সাহায্য করার পাশাপাশি আর্থিক সাহায্য করেছে সেই কথাও এদিন তিনি তুলে ধরেন তাঁদের আলোচনায়।

প্রসঙ্গত, বুধবারেই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা হয়েছিল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। সেই আলোচনার পর একটি বিবৃতি দিয়ে মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছিল যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে আমেরিকা। তবে এর পাশাপাশি শান্তি বজায় রাখার দিকে গুরুত্ব দিয়ে পাকিস্তানের সঙ্গে সমন্বয় বজায় রেখে ভারতকে পরবর্তী পদক্ষেপ নেওয়ারও প্রস্তাব দিয়েছেন রুবিও।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন