Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মার্কিন মূলুকে শেষ হাসি কার ? টান টান উত্তেজনার মধ্যে এগোচ্ছে আমেরিকা তথা সারা বিশ্ব। সকলের নজর ভোট গণনার দিকে। যত সময় এগোচ্ছে মার্কিন মুলুকে মসনদের দাবিদার হিসেবে আরও স্পষ্টতর হচ্ছে ডেমোক্রাট জো বাইডেনের নাম। কিন্তু হারার আগে হারতে রাজি নন দৃঢ় প্রতিজ্ঞ রিপাবলিকান প্রাথী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সংখ্যাতত্ত্ব বলছে ২২০ টি আসনে এগিয়ে আছেন জো বাইডেন। ট্রাম্পের দিকে পর্যন্ত ঝুঁকে আছে ২১০ টি আসন। লড়াই চলছে হাড্ডাহাড্ডি।
ইতিমধ্যে নিজেদের গড় ফ্লোরিডা পকেটে পুড়েছেন ট্রাম্প। কিন্তু হাতছাড়া হয়েছে আগের জেতা মিনসোটার মতো আসন। আবার কাঙ্খিত জয় এসেছে টেক্সাসেও। আজকে ট্যুইটারে আর একবার তোপ উগড়ে দেন ট্রাম্প। তার দাবি ছিল ডেমোক্র্যাটরা ভোট চুরির চেষ্টা করছে। এদিকে নিউ মেক্সিকো, ভারমেন্ট, কানেক্টিকাট, নিউ হ্যাম্পশায়ার, ওয়াশিংটন বা ক্যালিফোর্নিয়ার মতো অঞল দখল করে আত্মবিশ্বাসী বাইডেন। অন্যদিকে হাল ছাড়তে নারাজ ট্রাম্প। এখনো অবধি বাইডেন ভোট পেয়েছেন ৬৫ লক্ষর একটু বেশি আর ট্রাম্প ভোট পেয়েছেন ৬৩ লক্ষর একটু বেশি।
আরো পড়ুন :- অবিলম্বে গিলগিট-বাল্টিস্তান খালি করুন ! পাকিস্তানকে নির্দেশ ভারতের
ডেমোক্রাট প্রাথী জো বাইডেন বলেন শেষ ভোটগণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে কাঙ্খিত ফলটি জানতে।মার্কিন যুক্তরাষ্টের সংখ্যাগরিষ্ঠতার জন্যে ম্যাজিক সংখ্যা ২৭০। এখনও পর্যন্ত বহু অঙ্গরাজ্যের ফল আসতে বাকি। তবে হার দেখলে আদালতে যেতে পারেন ট্রাম্প। তাই এখনই কাউকে জয়ী বলা যায় না তবে শুরু থেকে ট্রেন্ড বলছে এগিয়ে বাইডেনই। আগের বারের মতো শেষে বাজিমাত করতেও পারেন ট্রাম্প।
Highlights
1. মার্কিন মূলুকে শেষ হাসি কার ?
2. তবে শুরু থেকে ট্রেন্ড বলছে এগিয়ে বাইডেনই
#Trump #JOE