মাসের শুরুতেই ধাক্কা ! বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় গরিব মধ্যবিত্তের হাহাকার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

মাসের শুরুতেই যেন বাজ পড়ল সাধারণ মানুষের উপর! হঠাৎ করেই বেড়ে গেল বিদ্যুৎ বিলের খরচ। নতুন এই বৃদ্ধিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গরিব ও মধ্যবিত্ত শ্রেণির উপরে। আগের মাসের তুলনায় এবারে বিদ্যুৎ বিলে ২০% থেকে ২৫% পর্যন্ত বেশি খরচ গুনতে হচ্ছে। এই অপ্রত্যাশিত খরচ বৃদ্ধিতে স্বাভাবিক ভাবেই নাজেহাল সাধারণ পরিবার গুলো। অনেকেই এখন নিজেদের মাসিক বাজেট কাট ছাঁট করতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?

বিদ্যুৎ বিল বাড়ল হঠাৎ করে, চাপে গরিব ও মধ্যবিত্ত

সরকার ও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উৎপাদন খরচ বেড়েছে, কয়লা ও গ্যাসের দামের বিশ্ব বাজারে উর্ধ্বগতি এই বৃদ্ধির অন্যতম কারণ,l পরিকাঠামো উন্নয়ন ও বকেয়া পরিশোধেও বাজেট বরাদ্দ বাড়াতে হয়েছে, এই সমস্ত কারণেই বিদ্যুতের ইউনিট পিছু দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই ঘোষণা পশ্চিমবঙ্গের পড়সি রাজ্য ঝাড়খণ্ড সরকারের তরফে করা হয়েছে সেই রাজ্যের মানুষদের জন্য।

কোন শ্রেণির মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত?

গরিব ও নিম্নবিত্ত শ্রেণি যাদের আয় সীমিত, তাদের পক্ষে অতিরিক্ত বিল সামলানো কঠিন হয়ে পড়ছে, অনেক পরিবারই মাসের শেষে সামান্য টাকা হাতে রাখে, সেটাই এখন অতিরিক্ত বিল দিতে গিয়ে চলে যাচ্ছে। এছাড়াও মধ্যবিত্ত শ্রেণির ফ্যান, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি সবই চালাতে গিয়ে বিল বেড়ে যাচ্ছে, এরই সঙ্গে EMI ও অন্যান্য কিস্তির সঙ্গে কারেন্টের বিলও চাপ বাড়াচ্ছে।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন