মাসের শুরুতেই বড় সুখবর ! ফের গ্যাসের দামে বিরাট পতন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : নতুন মাস শুরু হতেই না হতেই দেশের নাগরিকেরজ জন্য এল বড় স্বস্তির খবর। গত কয়েক মাস ধরে গ্যাসের মূল্য বৃদ্ধিতে যখন দেশের বিভিন্ন জনসাধারন সহ হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাটারিং ব্যবসায়ীরা চিন্তিত ছিল, ঠিক তখনই এলপিজি সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে ঘোষণা এল গ্যাসের দাম বেশ খানিকটা কমানো হয়েছে। মঙ্গলবার থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল

কত কমল দাম? স্বস্তি পেলেন ব্যবসায়ীরা

এলপিজি কোম্পানিগুলির দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এর আগে ছিল ১৮০২ টাকা, যা বর্তমানে কমে হয়েছে ১৭৪৩.৫০ টাকা। অর্থাৎ, প্রতি সিলিন্ডারে প্রায় ৫৮.৫০ টাকা কমেছে। দিল্লিতে যেখানে আগে এই দাম ছিল ১৭২৩ টাকা, এখন তা কমে ১৬৬৪.৫০ টাকা করা হয়েছে।

জানা যায়, এই দাম পরিবর্তন সোমবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম কমার ফলে বিশেষ করে হোটেল, রেস্তরাঁ এবং ক্যাটারিং ব্যবসার উপর কিছুটা হলেও খরচের চাপ কমতে পারে বলে জানা যাচ্ছে । একদিকে যখন কাঁচামালের দাম লাগাতার বাড়ছে, তখন গ্যাসের খরচ কমার এই খবর নিঃসন্দেহে ব্যবসায়ীদের জন্য আশার আলো জাগিয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন