Bangla News Dunia, Pallab : মাসের শুরুতেই বিরাট সুখবর। হ্যাঁ জুন মাসের প্রথম দিন মধ্যবিত্তদের পকেটে অনেকটাই চাপ কমলো। এবার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Price) একধাক্কায় ২৫ টাকা পর্যন্ত কমেছে। তবে কোন শহরে কত টাকায় বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আরো পড়ুন : ‘মিনিমাম ব্যালেন্স’-এর নিয়ম তুলে দিল এই সরকারি ব্যাঙ্ক ! বড় স্বস্তি গ্রাহকদের
কত দাম কমলো? দেখে নিন শহরভিত্তিক রেট
জানিয়ে রাখি, এবার ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২৫ টাকা কমেছে। ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ইন্ডিয়ান অয়েল সংস্থার পক্ষ থেকে প্রকাশিত নতুন দাম অনুযায়ী-
- দিল্লিতে আগে দাম ছিল ১৭৪৭.৫০ টাকা, আর এখন দাম দাঁড়িয়েছে ১৭২৩.৫০ টাকা।
- কলকাতায় আগে দাম ছিল ১৮৫১.৫০ টাকা, আর এখন দাম দাঁড়িয়েছে ১৮২৬ টাকা।
- মুম্বাইতে আগে দাম ছিল ১৬৯৯ টাকা, আর এখন দাম দাঁড়িয়েছে ১৬৭৪.৫০ টাকা।
- চেন্নাইতে আগে দাম ছিল ১৯০৬ টাকা, এখন দাম দাঁড়িয়েছে ১৮৮১ টাকা টাকা।
গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কী পরিবর্তন?
জানিয়ে রাখি, ১৪ কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের এখনও সেরকম কোনো পরিবর্তন আসেনি। ৮ এপ্রিল থেকে গৃহস্থালির ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। আর ১ জুনও সেই একই রেট বজায় রয়েছে।
আরও পড়ুন : গ্রীষ্মে দই ভীষণ উপকারী, তবে এইসব ক্ষেত্রে বেশি খাওয়া উচিত নয়।