মাসের শুরুতেই সুখবর! LPG গ্যাসের দাম কমলো। জানুন দাম কত হল?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

gass

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জুলাই ২০২৫ এর প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য এসেছে স্বস্তির খবর। আবার কমলো LPG গ্যাসের দাম। বিশেষ করে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বড়সড় পরিবর্তন এনেছে তেল সংস্থা গুলি। অনেক রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়েছে। এই প্রতিবেদনে দেখে নিন, এবার কত হলো রান্নার গ্যাসের দাম, কোথায় কত কমেছে, এবং এই পরিবর্তনের পেছনের কারণ কী হতে পারে (Liquefied Petroleum Gas).

গৃহস্থালির LPG গ্যাসের দাম কত থাকছে এখন?

পশ্চিমবঙ্গে এখনো গৃহস্থালির জন্য ব্যবহৃত ১৪.২ কেজি LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। তবে, বাণিজ্যিক সিলিন্ডারের দামে উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ শহরে গৃহস্থালির সিলিন্ডারের বর্তমান দাম ১৪.২ কেজি, কলকাতা – ৮৭৯, দুর্গাপুর – ৮৮০, আসানসোল – ৮৮৮, এই দামে ডেলিভারি চার্জ আলাদা আলাদা হওয়ার কারণের জন্য দাম পরিবর্তিত হতে পারে।

১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কত কমলো?

তেল কোম্পানি গুলোর রিপোর্ট অনুযায়ী, ১ জুলাই ২০২৫ থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামে বড় রকমের ছাড় দেওয়া হয়েছে। দিল্লিতে দাম কমেছে ৩০.৫, কলকাতায় দাম কমেছে ৩৩.৫, মুম্বইয়ে কমেছে ৩১.৫, চেন্নাইয়ে কমেছে ৩৫.৫, এই পরিবর্তনের ফলে এখন কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাড়িয়েছে ২১৪৫ আগে যা ছিল ২১৭৯।

আরও পড়ুন:- যাত্রীদের ভোগান্তি কমলো, এবার ট্রেন ছাড়ার অনেক আগেই রিজার্ভেশন চার্ট।

দাম কমার পেছনে কারণ কী?

তেল সংস্থা গুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য সামান্য কমেছে। সেই সঙ্গে ডলারের বিপরীতে টাকার মান কিছুটা স্থিতিশীল হওয়ায় এই দাম হ্রাস সম্ভব হয়েছে। সরকারের তরফেও চাপে ছিল মূল্য বৃদ্ধির কারণে জনগণের স্বস্তির জন্য পদক্ষেপ নেওয়ার। এরই ফল স্বরূপ জুলাইয়ের প্রথম দিনেই এই দাম কমানো হলো।

সাধারণ মানুষের জন্য স্বস্তি

LPG গ্যাসের দাম কমায় বিশেষ করে রেস্তোরাঁ, হোটেল, এবং ছোট ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলির উপর চাপ অনেকটাই কমবে। কারণ তারা মূলত বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করে। তবে গৃহস্থালির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকায় সেখানেও ভবিষ্যতে ছাড়ের সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন অনেকে। পশ্চিমবঙ্গে ১৯ কেজি সিলিন্ডারের দাম এখন ২১৪৫, আন্তর্জাতিক বাজার ও বিনিময় হারের পরিবর্তন।

সাধারণ মানুষের পাশাপাশি ছোট ব্যবসায়ীদের জন্য এটি স্বস্তির খবর, এই দাম কতদিন স্থায়ী হবে বা ভবিষ্যতে আর দাম কমবে কিনা, তা নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির উপর। তবে জুলাই মাসের শুরুতে এই LPG তে মূল্য ছাড় অনেকের মুখে হাসি ফোটাবে, সেটা বলাই যায়, আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের পেজে। বাড়িতে ব্যবহার করা রান্নার গ্যাসের দাম কবে কমবে বলে আপনাদের মনে হয়? সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।

আরও পড়ুন:- মাধ্যমিক পাশে রেলে ৬ হাজারের বেশি পদে নিয়োগ, নির্বাচন কীভাবে হবে?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন