Bangla News Dunia, Pallab : প্রত্যেক মাসের শুরুতেই রান্নার গ্যাসের দামের উপর (LPG Price) নজর থাকে আমজনতার। সিলিন্ডারের দাম একটু কম হলেও স্বস্তি। আর যাই হোক রান্নার খরচ কিছুটা কমবে। এমনিতেই প্রত্যেক বাড়িতে রান্নার গ্যাস এখন বাধ্যতামূলক। কিন্তু সিলিন্ডার কিনতে গিয়ে কালঘাম ছুটছে মধ্যবিত্তের। এই পরিস্থিতি থেকে প্রতিকারের উপায় কি? তাই মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম (LPG Gas Cylinder) কমলে জনসাধারণের খুশির অন্ত থাকে না।
আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল
LPG Price Drop Update
প্রায় প্রত্যেক মাসের শুরুতেই রান্নার গ্যাসের দামে ওঠা পড়া দেখা গিয়েছে। কখনো দাম বৃদ্ধি হয়েছে তো কখনো কম। যদিও রান্নার গ্যাসের দাম কমার ইতিহাস খুব একটা নেই। ভারতের বাড়ি বাড়ি ব্যবহৃত ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারগুলি আগের দামে কিনতে হচ্ছে জনতাকে। তাই সরকারের হস্তক্ষেপ চাইছেন জনতা। কিন্তু দাম কমার তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
তবে জুলাই মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম কমেছে। যদিও এতে গৃহস্থদের খুব একটা উপকার হবে না। কারণ গৃহস্থলীর গ্যাস সিলিন্ডারের দাম কমেনি। বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হয়েছে। এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডের ব্যবহৃত হয় সমস্ত রেস্তোরা ও হোটেলগুলিতে। আপাতত এই বিশেষ ক্ষেত্রে রান্নার গ্যাসের দামে ছাড় দিয়েছে সরকার। একলাফে অনেকটাই কমেছে রান্নার গ্যাসের দাম।
বর্তমানে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত হল?
জুলাই মাসের শুরুতে যে গ্যাস সিলিন্ডারের দামে কাটছাঁট হয়েছে সেটা মূলত বাণিজ্যিক গ্যাস। তবে বাড়ির রান্নার গ্যাসের দাম আগের মতোই যা ছিল, তাই থাকছে। কেন্দ্রীয় তেল ও পেট্রোলিয়াম মন্ত্রক এবার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসে মোট ৫৮.৫০ টাকা ছাঁটাই করার ঘোষণা করেছে। দিল্লিতে আগে গ্যাসের সিলিন্ডার প্রতি দর ছিল ১৭২৩ টাকা। তা এখন কমে গিয়ে নেমে এসেছে ১৬৬৫ টাকায়।