মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম কমল ! কলকাতায় LPG-র দাম কত হল, জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : মধ্যবিত্তের জন্য সুখবর। এক ধাক্কায় কমে গেল রান্নার গ্যাসের দাম (LPG Price). এলপিজি সিলিন্ডারের দাম কমায় কিছুটা স্বস্তিতে জনতা। কিন্তু প্রশ্ন হল, ঠিক কতটা কমেছে রান্নার গ্যাসর দাম? কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের জন্য কত টাকা দিতে হবে? আসুন এই বিষয়ে জেনে নেওয়া যাক বিস্তারিত।

আরও পড়ুন : গ্রীষ্মে দই ভীষণ উপকারী, তবে এইসব ক্ষেত্রে বেশি খাওয়া উচিত নয়।

LPG Price Drop In Kolkata 2025

রান্নার গ্যাসের দাম নিয়ে চিন্তা থাকেই। কারণ নিত্য প্রয়োজনীয় এই জিনিসটির দাম দিনদিন বাড়ছে। আর এই আকাশছোঁয়া দাম সামলাতে গিয়ে পকেটে চাপ পড়ছে আমজনতার। এরকম পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম কিছুটা কমলে স্বাভাবিকভাবেই সেটা স্বস্তির কারণ। দিনদিন মূল্যবৃদ্ধির বাজারে জীবনধারণ করা আরও বেশি কঠিন হচ্ছে। যে পরিস্থিতির পরিত্রাণের পথ নেই।

কত টাকা কমলো রান্নার গ্যাসের দাম?

গত মাসেও এলপিজি সিলিন্ডারের দাম কমতে দেখা যায় (LPG Price Drop). দাম কমেছিল ১৯ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder). আর এই মাসেও একই চিত্র। পরপর দুইমাস সিলিন্ডারের দাম কম হতে কিছুটা হলেও সুবিধা হবে জনতার। বিশেষ করে ব্যবসায়ীদের সুবিধা হবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই

রান্নার গ্যাসের দাম ঠিক কতটা কম হলো?

জুন মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম কমার খবর। জানা যাচ্ছে, রবিবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কম হয়েছে। সিলিন্ডারের দাম কমেছে ২৪ টাকা। কলকাতায় সেই দাম কমার পরিমাণ আরেকটু বেশি। শহর কলকাতায় দাম কমেছে প্রায় সাড়ে ২৫ টাকা। গত মাসের হিসেব বলছে, প্রায় ১৫ টাকা দাম কমানো হয়েছিল।

এলপিজি সিলিন্ডারের নতুন দাম

জুন মাসের শুরুতে দাম কমার ফলে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াল বর্তমানে ১ হাজার ৮২৬ টাকা। গত মাসে অর্থাৎ মে মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ধার্য ছিল ১৮৫১ টাকা ৫০ পয়সা। তার আগের মাসে অর্থাৎ এপ্রিলে এই দাম ছিল ১ হাজার ৮৬৮ টাকা ৫০ পয়সা। তবে এ তো নয় গেল বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

আরও পড়ুন : 500 ও 200 টাকার নোট নিয়ে বড় ঘোষণা করলো RBI, জানা জরুরি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন