মাসে গড়ে কত ডেটা ব্যবহার করেন একজন মোবাইল ব্যবহারকারী? সামনে এল অবিশ্বাস্য তথ্য

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতে মোবাইল ব্যবহারকারী বেড়েই চলেছে। এখন শহর ছেড়ে গ্রামাঞ্চলেও হুহু করে ছড়িয়ে পড়ছে স্মার্টফোন। এখন মোবাইলে ফোন করার পাশাপাশি ইন্টারনেট ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

পড়াশোনা, ব্যবসা, অফিস সামলানো, কেনাকাটা, বিনোদন এমন নানা কাজে মোবাইলে ভরসা রাখছেন মানুষ। ফলে প্রয়োজন বাড়ছে ডেটার। যা ক্রমশ এ দেশে দুর্মূল্য হয়ে পড়ছে। ডেটার দাম বেড়েই চলেছে।

যদিও তাতে ব্যবহারে খামতি নেই। বরং তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। খতিয়ান বলছে, ভারতে ২০২৪ সালে মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রে মাথাপিছু গড় দাঁড়িয়েছে মাসিক ২৭.৫ গিগাবাইট বা জিবি।

এই ডেটা ব্যবহার বৃদ্ধির মূলে রয়েছে ৫জি পরিষেবা বলেই মনে করছে বিভিন্ন মোবাইল সংযোগ প্রদানকারী সংস্থা এবং বিশেষজ্ঞেরা। কারণ ৫জি পরিষেবা পেতে ডেটা বেশি খরচ হচ্ছে। ফলে প্রয়োজনও বাড়ছে।

আরও পড়ুন:- নাগপুরের হিংসায় বাংলাদেশ যোগ, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য

একজন সাধারণ মোবাইল ডেটা ব্যবহারকারীর চেয়ে ৫জি পরিষেবা ব্যবহারকারী ১২ গুণ বেশি ডেটা ব্যবহার করছেন। ফলে ডেটার প্রয়োজন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

আবার ৫জি পরিষেবার ক্ষেত্রে ডেটা খরচও দেশজুড়ে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও সে খরচকে যে বিশেষ তোয়াক্কা ব্যবহারকারীরা করছেন বা সেই খরচ তাঁদের জন্য আর্থিক চিন্তার কারণ হচ্ছে এমনটা সেভাবে নজর কাড়ছে না।

এদিকে দেশে যখন ৫জি-র হাত ধরে এভাবে ডেটার প্রয়োজন বেড়েই চলেছে, সেখানে ইতিমধ্যেই ৬জি পরিষেবা আনা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেছে।

আরও পড়ুন:- ভারতের বাজারেও চলে এল ডায়াবেটিস ও রোগা হওয়ার ওষুধ, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- সুখী দেশের নিরিখে পাকিস্তান-প্যালেস্টাইনের থেকেও পিছিয়ে ভারত, আর কি বলছে রিপোর্ট জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন