Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইলন মাস্কের নয়া পার্টি গড়ার হুঁশিয়ারির পাল্টা চাল দিলেন ডোনাল্ড ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট দাবি করলেন, ইতিহাসে কোনও ব্যক্তি এমন নেই, যিনি ইলন মাস্কের থেকে বেশি সুযোগ-সুবিধা ভোগ করেছেন। ট্যাক্স বিল নিয়ে বচসা আর বেশিদূর গড়ালে মাস্ককে হয়ত তলপিতলপা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে, এহেন হুমকির শুরও শোনা গেল ট্রাম্পের গলায়।
ডোনাল্ড ট্রাম্প জানান, DOGE (Department Of Govt Effeciency) দফতরের আধিকারিকরা বলতে পারবেন, ওই দফতরের প্রধান থাকাকালীন ইলন মাস্ক কত পরিমাণ ভর্তুকি এবং সুযোগ-সুবিধা পেয়েছেন। নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্কুথ সোশ্যালের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইতিহাসে কোনও ব্যক্তি ইলন মাস্কের মতো ভর্তুকি, সুযোগ-সুবিধা এবং চুক্তি পেয়েছেন। ওকে হয়ত এবার দোকান বন্ধ করে, তলপিতলপা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় নিজের বাড়ি ফিরে যেতে হবে।’ তিনি কি তবে ইলন মাস্ককে বিতাড়িত করার হুমকি দিলেন? শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুন:- 1 জুলাই কেন পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস ? জেনে নিন ইতিহাস
এখানেই শেষ নয়, ইলন মাস্কের জন্য কোন কোন ক্ষেত্রের দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে চলেছে, তাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আর কোনও রকেট লঞ্চ, স্যাটেলাইট উৎক্ষেপণ কিংবা বৈদ্যুতিণ গাড়ি উৎপাদন হবে না এবং আমাদের দেশ হয়ত ভাগ্য করে বেঁচে যাবে। DOGE দফতরের উচিত গোটা বিষয়ের উপর আলোকপাত করা। তাহলে হয়ত অনেকগুলো অঙ্কের টাকা বেঁচে যাবে।’
সরাসরি নিজের নয়া দল গড়ার কথা ঘোষণা করে দিয়েছেন ইলন মাস্ক। টেসলা কর্তা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেদিন ‘বিগ বিউটিফুল বিল’ কার্যকর করবে, তার পরদিনই ‘আমেরিকা পার্টি’ গঠন করবেন তিনি।
এই ‘বিগ বিউটিফুল বিল’ নিয়েই যত সমস্যার সূত্রপাত। সরাসরি ওই বিলের বিরোধিতা করেন মাস্ক। ওই বিল পাস হলে সেখানের বাসিন্দাদের দুর্ভোগ বাড়বে এবং আমেরিকার দেনার পরিমাণও বৃদ্ধি পাবে বলে দাবি তাঁর। মাস্ক সরে আসেন ট্রাম্পের প্রশাসন থেকে। তবে নিজের অবস্থান বদল করেননি মার্কিন প্রেসিডেন্ট। ওই বিল সেখানকার সেনেটে পাস করাতে বদ্ধ পরিকর তিনি।