Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিয়ে হয়েছে বেশ কিছুদিন আগে ৷ কিন্তু, মা হতে পারছিলেন না বছর 27-এর রেণুকা সন্তোষ হোনাকান্ডে ৷ বিবাহিত জীবনে অশান্তিও ছিল যথেষ্ট ৷ তারই ‘শাস্তি’ পেলেন রেণুকা ৷ মা হতে না-পারার কারণে তাঁকে মাথা থেঁতলে ও পরে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ৷ ভয়াবহ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগবি জেলার অথনি তালুকের মালাবার গ্রামে ৷ খুনের ঘটনা চাপা দিতে নতুন গল্প ফেঁদেছিল শ্বশুরবাড়ির লোকেরা ৷
অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই রেণুকার স্বামী সন্তোষ হোনাকান্ডে, শ্বশুর কামান্না হোনাকান্ডে এবং শাশুড়ি জয়শ্রী হোনাকান্ডেকে গ্রেফতার করেছে অথনি থানার পুলিশ ৷ ঘটনার তদন্তও শুরু করা হয়েছে ৷
ঘটনা প্রসঙ্গে বেলগাঁওয়ের পুলিশ সুপার ভীমশঙ্কর গুলেদ জানিয়েছেন, শনিবার রাত 8টা নাগাদ নৃশংস ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ, প্রথমে রেণুকাকে তাঁদের বাইক থেকে রাস্তায় ফেলে দেয় কামান্না ও জয়শ্রী ৷ এরপর রাস্তার ধারের একটি বড় পাথর দিয়ে তাঁর মাথাটা থেঁতলে দেয় তারা ৷ ঘটনাটিকে নিছক বাইক দুর্ঘটনা হিসেবে প্রমাণ করার জন্য পরনের শাড়ি দিয়ে রেণুকার গলায় ফাঁস দেওয়া হয় ৷ ঘটনায় মারা যান ওই গৃহবধূ ৷
আরও পড়ুন:- এশিয়াজুড়ে হু-হু করে বাড়ছে সংক্রমণ, কী পরিস্থিতি? জানুন
এখানেই শেষ নয় ৷ পুলিশ সুপারের দাবি, শাড়ির আঁচল বাইকের চাকায় জড়িয়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রমাণ করতে চেয়েছিল রেণুকার শ্বশুর ও শাশুড়ি ৷ সেকারণে তারা মৃতাকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় 120 ফুট পর্যন্ত রাস্তায় টানতে টানতে নিয়ে যায় ৷ খুনের প্রমাণ লোপাটের জন্য পুরো বিষয়টিকে দুর্ঘটনার রূপ দিতে চেয়েছিল হোনাকান্ডে দম্পতি ৷ ঘটনায় সঙ্গ দিয়েছিল রেণুকার স্বামী সন্তোষ ৷
অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে খুনের বিষয়টি উঠে আসে বলে জানিয়েছেন বেলাগবির পুলিশ সুপার ৷ অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করেছেন অথনি থানার পুলিশ ৷ আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে তারা ৷
আরও পড়ুন:- মারণ ক্যান্সারের ঝুঁকি কমাতে কোন কোন খাবার খাবেন ? দেখে নিন তালিকা