মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস ! বাংলাদেশে ‘আক্রান্ত’ ছাত্র-শিক্ষকরা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ  :- এবার বাংলাদেশে (Bangladesh) পুলিশের হাতে ‘আক্রান্ত’ হলেন ছাত্র থেকে শুরু করে শিক্ষকরাও। জানা গিয়েছে, বুধবার তিন দফা দাবি নিয়ে সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) বাসভবন যমুনার (Jamuna) দিকে এগোচ্ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকদের মিছিল। কিন্তু মাঝপথেই সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস (Tear gas) ও জলকামান নিক্ষেপ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয় বাংলাদেশের পুলিশ। লাঠিপেটা করা হয় ছাত্র, শিক্ষকদের। এই ঘটনায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

আরো পড়ুন : বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? কী বলছে রাজ্য সরকার

বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জুলাই ঐক্য’ সংগঠনের পক্ষ থেকে এক কর্মসূচি ঘোষণা করেন পড়ুয়ারা। এরপর পড়ুয়া এবং শিক্ষকদের একটি প্রতিনিধিদল ইউজিসিতে যায়। কিন্তু ইউজিসি থেকে কোনও আশানুরূপ ঘোষণা না আসায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেন পড়ুয়ারা।

আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির

এরপর বুধবার দুপুর ১২টা নাগাদ আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল শুরু করেন পড়ুয়ারা। কিন্তু সাড়ে ১২টার দিকে কাকরাইল মসজিদের পড়ুয়াদের মিছিলে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে গিয়ে ছাত্রদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয়। এরপর ছাত্ররা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে লাঠিপেটা শুরু করে পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা জানিয়েছেন, অন্তন ১১ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে শিক্ষকও রয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন