মিঠুন চক্রবর্তীর বাড়িতে মোহন ভাগবত ! তুঙ্গে জল্পনা

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মিঠুন চক্রবর্তীর বাড়িতে মোহন ভাগবত ! হটাৎ তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর মুম্বাইয়ের বাড়িতে হাজির হলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। মিঠুনের বাড়িতে তার সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন RSS প্রধান মোহন ভাগবত। তবে কি কারণে তিনি আচমকাই মিঠুনের বাড়িতে গেলেন RSS প্রধান , তাই নিয়ে চলছে তুমুল জল্পনা। তবে এর আগেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সান্নিধ্যে গেছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।

west bengal election

প্রসঙ্গত এর আগে মিঠুন চক্রবর্তী ২০১৯ সালে নাগপুরে RSS এর হেড অফিসে গিয়ে মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি RSS এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের মূর্তিতে মাল্যদান করেছিলেন। এর আগে সারদা কাণ্ডের নাম আসার পর ২০১৬ সালে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তারপর থেকে ওনাকে আর কোনও রাজনৈতিক দলের সাথে দেখা যায়নি। কিছু দিন আগে  জল্পনা হয়েছিল মিঠুন বিজেপিতে যোগ দিতে পারেন। সেই জল্পনার মাঝে ভাগবত ওনার বাড়িতে গিয়ে বৈঠক করেন।

আরো পড়ুন :- ভোটে জোর ধাক্কা খেতে পারে তৃণমূল ! উঠে এলো চমকপ্রদ পরিসংখ্যান

উলেখ্য এর মধ্যেই টলিউডে থাবা বসাচ্ছে গেরুয়া শিবির। অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন। আগামী দিনে অভিনেতা বা অভিনেত্রীরা বিজেপিতে যোগ দিতে পারেন বলে সুত্রের খবর। নির্বাচনের আগে টলিউডে নিজের ছাপ ফেলতে চাইছে বিজেপি, সেটা বলাই বাহুল্য। তার মধ্যে মিঠুন ও RSS প্রধান মোহন ভাগবতের সাক্ষাৎ আরও জল্পনা বাড়িয়ে দিয়েছে।

Highlights

1. মিঠুন চক্রবর্তীর বাড়িতে মোহন ভাগবত !

2. আরও জল্পনা বাড়িয়ে দিয়েছে

#RSS #MG

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন