Bangla News Dunia, Pallab : ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির (India-Pakistan Ceasefire) পরই পাকিস্তানের অপপ্রচারের মুখোশ খুলে দিল সেনাবাহিনী। এদিন সাংবাদিক সম্মেলন করেন কমোডর রঘু নায়ার, কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sophiya Qureshi) ও বায়ুসেনার উইং কমান্ডার ভ্যোমিকা সিং (Wing Commander Vyomika Singh)।
আরও পড়ুন : ভারত ও পাকিস্তানের পরমাণু নীতি কী ? পরমাণু হামলা কখন করা যায়? ? জানা জরুরি
কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান ভারতের একাধিক সামরিক প্রতিষ্ঠানে হামলা চালানোর দাবি করলেও তা সম্পূর্ণ মিথ্যে। পাকিস্তানের ড্রোন হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের একাধিক এয়ারবেস উড়িয়ে দেওয়া হয়েছে। কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের। পাক সামরিক পরিকাঠামোয় বড় আঘাত এনেছে ভারত। কোনও পথ না পেয়ে লাগাতার ভুয়ো খবর ছড়িয়েছে পাকিস্তান। ভারতীয় বায়ু সেনা ঘাঁটিতে হামলা করার মিথ্যা খবর ছড়াানো হয়েছে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার পাক দাবিও ভুয়ো বলে জানিয়ে দেয় সেনা। যেভাবে পাকিস্তানের তরফে বলা হয়েছে যে, পাক যুদ্ধবিমান জেএফ-১৭ ভারতের এস-৪০০ সুদর্শন চক্রকে ধ্বংস করেছে তা সবই মিথ্যে। একইসঙ্গে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তাই পাকিস্তানের কোনও ধর্মীয় স্থানেই হামলা চালানো হয়নি বলে জানিয়ে দিয়েছে সরকার।
শনিবার যুদ্ধের আবহে দুপুর ৩টে ৩৫ নাগাদ সংঘর্ষবিরতির প্রস্তাব নিয়ে ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনকে ফোন করে পাকিস্তানের ডিজিএমও। সেখানেই যুদ্ধ বন্ধ রাখার আর্জি জানায় পাকিস্তান। সেই আর্জি মেনে নেয় ভারত। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : গরমে স্বস্তির নিঃশ্বাস ‘মিস্ট গার্ডেন’, শহরে কোথায় রয়েছে এই বাগান? জেনে নিন
আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে গোলাবর্ষণ, পালটা পাকিস্তানের চারটি এয়ারবেস ধ্বংস করল ভারত