মিলবে ₹১৫,০০০ টাকা ! কেন্দ্রের নতুন প্রকল্পে যুব সমাজের জন্য বড় ঘোষণা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : এবার ভারতের কোটি কোটি যুবক-যুবতীর জন্য এক বিরাট সুখবর নিয়ে এল কেন্দ্র সরকার। মোদি সরকারের তরফ থেকে এবার এমন এক নতুন প্রকল্প চালু করা হলো, যার মাধ্যমে যে কোনও যুবক বা যুবতী প্রথমবার চাকরিতে যোগ দিলেই সরাসরি পাবেন ₹১৫,০০০ টাকা ভাতা। এই প্রকল্পটির নাম – Employment Linked Incentive Scheme (ELI Scheme)। এই ভাতার উদ্দেশ্য মূলত যুবসমাজকে চাকরির দিকে আগ্রহী করা এবং আর্থিকভাবে স্বনির্ভর করে গড়ে তোলা। আসুন তাহলে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক

আরও পড়ুন : স্টেট ব্যাংকের জনপ্রিয় প্রকল্পে মিলছে প্রচুর সুদ ! সারাজীবন টেনশন ফ্রি থাকুন

ELI Scheme 2025: কী এই এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম?

Employment Linked Incentive Scheme (ELI) হল এক কেন্দ্র সরকারি নয়া উদ্যোগ, যা চাকরি প্রাপ্ত প্রথমবারের EPFO যুক্ত যুবকদের আর্থিক ভাতা প্রদান করে উৎসাহ দিতে তৈরি হয়েছে। সরকার জানিয়েছে, এই প্রকল্পের আওতায় প্রায় ১.৯২ কোটি তরুণ-তরুণী উপকৃত হতে চলেছেন। এটি মূলত অভিজ্ঞতাহীন চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

এই প্রকল্পের মূল লক্ষ্য কী?

  • যুব সমাজকে আত্মনির্ভর করে গড়ে তোলা
  • প্রথম চাকরিতে যোগদানকারী ব্যক্তিদের উৎসাহ প্রদান করা
  • Skill development, digital literacy এবং সঞ্চয় ব্যবস্থা গড়ে তোলা
  • সংস্থাগুলিকে নতুন কর্মী নিয়োগে উৎসাহিত করা

কত টাকা ভাতা মিলবে?

মোট ₹১৫,০০০ টাকা ভাতা দেওয়া হবে, তবে এই টাকা দু’টি কিস্তিতে একাউন্টে সরবরাহ করা হবে।

কিস্তি সময় পরিমাণ শর্ত
প্রথম কিস্তি চাকরি শুরুর ৬ মাস পর ₹৭,৫০০ কর্মরত থাকতে হবে
দ্বিতীয় কিস্তি ১২ মাস পর, এবং ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম শেষ করার পর ₹৭,৫০০ কোম্পানিতে টানা ১ বছর কাজ করতে হবে

 

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা ও কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা ! বাড়ছে টাকা, কবে একাউন্টে ঢুকবে ? দেখুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন