মুখের রুপচর্চাতে ঘি ভীষণ উপকারী

By Bangla News Dunia Dinesh

Published on:

ghee

Bangla News Dunia , দীনেশ দেব :- সুস্বাস্থ্যের পাশাপাশি রুপচর্চাতেও ঘিয়ের জুড়ি মেলা ভার। চোখের তলায় কালি, বলিরেখা, কালচে দাগ-ছোপ তুলতে ঘিয়ের উপর ভরসা রাখতেই পারেন। প্রাকৃতিক ময়েশ্চারাইজ হিসাবেও এই উপাদানটি ব্যবহার করা যেতে পারে। দুই টেবিল চামচ ঘি, দুই টেবিল চামচ বেসন, এক টেবিল চামচ দুধ মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন এরপর মিশ্রণটি সারা মুখ এবং চোখের উপরে লাগিয়ে শুকোন। সপ্তাহে দুই দিন মাখলে খুব দ্রুত উপকার পাবেন।

আরো পড়ুন :- বাংলাতেই থাকবো, কাজ করবো ভার্চুয়ালি: দিলীপ ঘোষ

আরো খবর দেখতে নিচের ছবিতে ক্লিক করুন :- 

 

আরো পড়ুন :- BJP: দলে নতুন নেতাদের গুরুত্ব

#shortnews

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন