Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জগ্গনাথ মন্দিরের উদ্বোধনের কয়েকঘণ্টা পর সেখানে হাজির হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ মন্দিরে পুজো দিলেন ৷ ঘুরে দেখলেন মন্দির চত্বর ৷ বললেন, ‘‘ভগবান মুখ্যমন্ত্রীকে যোগ্য মনে করেছেন, তাই ওঁর হাত দিয়ে উদ্বোধন করিয়েছেন ।’’
পরে মন্দির সংলগ্ন অতিথিশালায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি ৷ দীর্ঘক্ষণ কথাও বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ৷ মন্দিরে পুজো দেওয়া থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা, পুরো সময়ই দিলীপের সঙ্গে ছিলেন স্ত্রী রিঙ্কু মজুমদার ৷
উল্লেখ্য, বুধবার ছিল অক্ষয় তৃতীয়া ৷ সেই উপলক্ষ্যে এদিন রাজ্য সরকারের তৈরি দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয় ৷ এই উপলক্ষ্যে সোমবার দিঘায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পর একে একে অনেকেই পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে হাজির হন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়ে ৷
আমন্ত্রিতদের তালিকায় নাম ছিল বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষেরও ৷ তিনি অবশ্য উদ্বোধনের আগে হাজির হননি ৷ বরং বুধবার বিকেলের দিকে তিনি হাজির হন সেখানে ৷ ততক্ষণে উদ্বোধনের পর কেটে গিয়েছে কয়েকঘণ্টা ৷ মুখ্যমন্ত্রীও মন্দির ছেড়ে চলে গিয়েছেন ৷ সেই সময় সেখানে হাজির হন দিলীপ ঘোষ ৷ তাঁর আসার খবর শুনেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল নেতা কুণাল ঘোষ মন্দিরের মূল দরজার কাছে চলে আসেন ৷
আরও পড়ুন:- হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে
তাঁরাই সেখানে সস্ত্রীক দিলীপকে স্বাগত জানান ৷ তার পর মন্দির ঘুরিয়ে দেখান ৷ জগন্নাথদেবের কাছেও নিয়ে যান ৷ পুজো দিয়ে বেরিয়ে একবার মন্দিরের মধ্যেই, আর দ্বিতীয়বার মন্দিরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ ৷ সেখানে মন্দিরে পুজো দিয়ে কেমন লাগল সেই প্রশ্ন তো দিলীপকে শুনতেই হল ৷ পাশাপাশি তাঁর এই পদক্ষেপের জেরে বিজেপির অন্দরে সমালোচনার মুখে পড়বেন কি না, সেই প্রশ্নের মুখেও পড়তে হয় দিলীপকে ৷
স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সব প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘পুরি থেকে 350 কিলোমিটার কাছে আমাদের জগন্নাথদেব বাংলায় ঢুকেছেন । তাঁকে দর্শন করতে এসেছি । ভারতবর্ষের চারিদিকে মন্দির হচ্ছে । মানুষের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে । ভগবান মুখ্যমন্ত্রীকে যোগ্য মনে করেছেন, তাই ওঁর হাত দিয়ে উদ্বোধন করিয়েছেন । ভগবানকে দর্শন করার সবাই সুযোগ পেয়েছে, তাই আমিও দর্শন করেছি ।’’
তিনি আরও বলেন, ‘‘আমি কোনও রাজনৈতিক কথা বলতে এখানে আসিনি । আমার বন্ধু (অরূপ বিশ্বাসকে দেখিয়ে এই কথা বলেন) এখানে দাঁড়িয়ে রয়েছেন ৷ আমি এখানে এসেছি, কোনও পার্টি করতে আসিনি । যাঁরা এসব কথা বুঝতে পারবেন না, ভগবান তাঁদের শুভবুদ্ধি দিক ।’’
উল্লেখ্য, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ছিলেন ৷ তাঁরা যাননি ৷ অথচ দিলীপ ঘোষ গেলেন ৷ কথা বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ৷ স্বাভাবিকভাবেই এই নিয়ে হইচই পড়েছে রাজ্য রাজনীতিতে ৷ অনেকে জানতে চাইছেন, ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করার পর কি এবার রাজনীতিতে নয়া ইনিংস শুরু করবেন দিলীপ ঘোষ ? তিনি কি এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন ?
যদিও এই নিয়ে কোনও পক্ষ থেকেই কোনও বক্তব্য মেলেনি ৷ তবে সোশাল মিডিয়ায় বিজেপির নেতা-কর্মী-সমর্থকদের একাংশ এই নিয়ে সমালোচনা শুরু করেছেন ৷
আরও পড়ুন:- সেদ্ধ না অমলেট, কোন ডিমে বেশি উপকার? জেনে রাখুন
আরও পড়ুন:- ১ মে থেকে মোবাইলের দাম কমছে অনেকটা। দেখে নিন বাজেটের মধ্যে সেরা মোবাইলের তালিকা