‘মুর্শিদাবাদের হিংসার ঘটনা পরিকল্পিত’, মন্তব্য মুখ্যমন্ত্রীর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ওয়াকফ আইনকে কেন্দ্র করে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ (Murshidabad)। বর্তমানে পরিস্থিতি শান্ত হতেই সোমবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘হিংসার ঘটনা পরিকল্পিত। বহিরাগতরা ধর্মের নামে ভুল প্রচার করছেন।’

আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কোনও ধর্মের মানুষকে দোষ দেব না। কিছু মানুষ আছেন তাদের কাজই হল ধর্মের নামে মানুষকে প্ররোচিত করা। তারাই দাঙ্গা লাগিয়ে সবার আগে পালিয়ে যায়। এরাই বাংলার শত্রু। এরাই গৃহশত্রু। দু-তিনজন লোক আছে যারা এই গণ্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বিরাট ধর্মনেতা। কারা এই দ্বন্দ্ব করেছে, কীভাবে করেছে খুব তাড়াতাড়ি আমি প্রেসের সামনে আনব।’

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

হিন্দু-মুসলিম ভেদাভেদ নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি নিজে হিন্দু পরিবারের মেয়ে। আমার কাছে সব ধর্মের মানুষই সমান। আমি চাই না কোনও ধর্মের লোক বাংলায় আক্রান্ত হোক। আমি নিশ্চিত একেবারে পরিকল্পনা করে মুর্শিদাবাদের ঘটনা ঘটানো হয়েছে। সঙ্গে এও বলছি যারা প্ররোচিত হয়ে একটা ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের সঙ্গে দাঙ্গা করেছেন, তাদের এসব  বাংলার মানুষ বরদাস্ত করবে না।’

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

এরপর মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘অন্যান্য একাধিক রাজ্যে নানা ঘটনা ঘটে। মণিপুর (Manipur), রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশায় হিংসার ঘটনা ঘটেছে। কেন্দ্রের কোনও প্রতিনিধি যায়নি। তবে বাংলায় (West Bengal) কিছু হলেই কেন একদিনের মধ্যেই সব চলে আসে।’

আরও পড়ুন:- বাইকের তেল শেষ? মাইলেজ বাড়ান এই ১০ সহজ কৌশলে!

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন