Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের জন্য নয়া নিষেধাজ্ঞা জারি করা হল। এবার থেকে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় সরকারের হাসপাতালগুলিতে আর ঢুকতে পারবেন না মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা। এমন নয়া নির্দেশিকাই জারি করেছে কেন্দ্র।
সূত্রের খবর, ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সরকারি কোনও হাসপাতালে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের আর ঢুকতে না পারেন। যদি কোনও ওষুধ কোম্পানি চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে কোনও তথ্য বা ওষুধের কথা জানাতে চায়, তা হলে সরাসরি ইমেল করে জানাতে হবে। অর্থাৎ, ওষুধের জন্য আর সরকারি হাসাপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভরা।
আরও পড়ুন:- পুং হরমোন টেস্টোস্টেরন বাড়ায় এই ব্যায়ামগুলো, রোজ অন্তত ৫ মিনিট করুন
চিকিৎসকদের সঙ্গে ওষুধ কোম্পানির অনৈতিক আঁতাঁত রুখতেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। অনেক সময়ই ওষুধ পাইয়ে দেওয়ার স্বার্থে চিকিৎসকদের সঙ্গে অর্থ ও উপহারের বিনিময় চলে। এসব রুখতেই কেন্দ্রের এই নয়া নির্দেশিকা বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের তরফে নির্দেশে বলা হয়েছে, অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করতে হবে। চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এমন উদ্যোগ বলে মনে করছেন অনেকে।