Bangla News Dunia, Pallab : আজ (শুক্রবার) মাধ্যমিকের ফলাফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ পর্ষদের। এই বছর মাধ্যমিক পরীক্ষায় মোট ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন ছাত্রছাত্রী সফল হয়েছে। পরীক্ষা দিয়েছেন ৯ লক্ষ ৮৪ হাজার ৯৭৯ জন।
এবারও মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের সংখ্যা ৫ লক্ষ ৪৩ হাজার ৫৪৪ জন, আর অপরদিকে ছেলেদের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৮৮১ জন।
রেগুলার পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। যারা আগের বছর পাশ করতে পারেনি বা পরীক্ষা শেষ করতে পারেনি, তারা আবার এবার পরীক্ষা দিয়েছে এদের সংখ্যা ৫৪ হাজার ১৪৩ জন। এছাড়া, কম্পাটমেন্টাল পরীক্ষার্থী এদের সংখ্যা ১ হাজার ৩৯৯ জন।
গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫৬ হাজার ৮২৭ জন।
আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়