মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? যদি টাকা না আসে, কী করবেন? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar Scheme) রাজ্যের কোটি কোটি মা বোনের আর্থিক সহায়তা হিসেবে পরিচিত। প্রত্যেক মাসে নির্দিষ্ট দিনে তাদের ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হয়। মে মাসেও এর ব্যতিক্রম হচ্ছে না। অনেকেই জানতে চাইছেন “লক্ষ্মীর ভাণ্ডার টাকা কবে ঢুকবে?” চলুন, দেখে নিই বিস্তারিত তথ্য।

লক্ষ্মীর ভাণ্ডার মে ২০২৫ টাকার আপডেট কী?

যবে থেকে এই প্রকল্প শুরু হয়েছে তবে থেকেই প্রত্যেক মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে এই টাকা পাঠানো হয় পর্যায়ক্রমে। কিন্তু অনেক সময় নির্দিষ্ট দিনে ব্যাংক ছুটি বা প্রযুক্তিগত সমস্যার কারণে টাকা আসতে একটু দেরিও হতে পারে। আর এই মাসের শুরুর দিন ছুটি এবং ৩ – ৪ তারিখ শনিবার ও রবিবার হওয়ার কারণের জন্য এই মাসে কিছুটা দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কোন ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে?

লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রেজিস্টার করা ব্যাংক একাউন্টেই টাকা পাঠানো হয়। সাধারণত এই উল্লেখিত ব্যাংক গুলিতে এই টাকা সবার আগে পৌছে যায় – গ্রামীণ ব্যাংক (Paschim Banga Gramin Bank) ও দেশের সকল রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেমন – SBI, UBI, PNB এরই সঙ্গে Bandhan Bank ও কিছু Co operative Bank. আর এই টাকা পেতে ব্যাংকের সঙ্গে আধার কার্ডের KYC থাকা বাধ্যতামূলক নইলে টাকা কোন মতেই ঢুকবে না।

আরও পড়ুন:- হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস চেক অনলাইন

আপনার ব্যাংকের মিনি স্টেটমেন্ট, মোবাইল ব্যাংকিং অ্যাপ, ATM ব্যালেন্স চেক অথবা লক্ষ্মী ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা এই সম্পর্কে জেনে নিতে পারবেন ও কেন টাকা ঢুকছে না সেই সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে সেখানেই। বিগত বছর থেকে সাধারণ শ্রেণীর মহিলারা ১০০০ টাকা ও তফসিলি মহিলারা ১২০০ টাকা করে পাচ্ছে, টাকা একবার পাঠানো হলে SMS এর মাধ্যমে নোটিফিকেশন আসে।

যদি মে মাসে টাকা না আসে, তাহলে কী করবেন?

অনেক সময় প্রযুক্তিগত কারণে বা কাগজপত্রে সমস্যার জন্য টাকা আসতে দেরি হয়। সেই ক্ষেত্রে নিচের ধাপ গুলি অনুসরণ করুন – স্থানীয় BDO / SDO অফিস বা পঞ্চায়েত ও পৌরসভায় খোঁজ নিন, তালিকা ভুক্ত মোবাইল নম্বরে SMS এসেছে কিনা চেক করুন, ব্যাংকে গিয়ে আপনার একাউন্ট চেক করে নিন। আর যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা কীভাবে আবেদন করবেন?

এই জন্য স্থানিয় BDO বা SDO অফিসে যেতে হবে বা বছরে মাঝে মাঝে রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকার ক্যাম্প করা হয় এবং সেই কারণের জন্য সকলে সেই ক্যাম্পের জন্য অপেক্ষা করতে পারেন যাতে কোথাও দৌড়া দৌড়ি না করতে হয়। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।

আরও পড়ুন:- সেদ্ধ না অমলেট, কোন ডিমে বেশি উপকার? জেনে রাখুন

আরও পড়ুন:- ১ মে থেকে মোবাইলের দাম কমছে অনেকটা। দেখে নিন বাজেটের মধ্যে সেরা মোবাইলের তালিকা

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন