মে মাসে সস্তা রান্নার গ্যাস সিলিন্ডার ! দেখে নিন কলকাতায় নতুন দাম

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : মে মাসের শুরুতেই সাধারণ মানুষের জন্য এল এক সুখবর। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG) দাম কিছুটা হ্রাস পেয়েছে। ফলে কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে নতুন দর কার্যকর হয়েছে আজ থেকেই। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দামের চাপে যখন সাধারণ মানুষ নাজেহাল, ঠিক তখন এই খবরের ফলে অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই মূল্য হ্রাসে কী প্রভাব পড়বে আপনার মাসিক বাজেটের উপর।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

মে মাসে কমল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম জানুন নতুন রেট

মুলত বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এই মাসের শুরুতেই কমিয়ে দেওয়া হয়েছে। ১৯ কেজি গ্যাসের দাম আজ থেকে ১৭ টাকা কমেছে অর্থাৎ ১৮৫১ টাকায় এই গ্যাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে দেশের সকল বড় বড় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি গুলো, এই দাম ১ লা মে ২০২৫ থেকেই কার্যকর হয়েছে এবং আগামী মাস পর্যন্ত এই দামেই সকলকে জিনিস কিনতে হবে, এই নিয়ে আরও কিছু জেনে নেওয়া যাক।

অন্য মেট্রো শহর গুলোতে কত দাম কমেছে?

সারা দেশেই এই দাম কমানো হয়েছে। বিশেষ করে মেট্রো শহর গুলোতে যেহেতু গ্যাসের চাহিদা বেশি, তাই দাম হ্রাসের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ১৪ কেজি বাড়িতে ব্যবহার করা গ্যাসের দাম দিল্লিতে – ৮৪০, মুম্বইতে – ৮৬০, চেন্নাইতে – ৮৯৫, হায়দরাবাদ – ৯১০ টাকা হয়েছে বর্তমানে। আর ১৯ কেজি গ্যাসের দাম সকল দেশে ১৭ টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে, এই নতুন দামের ফলে শহরভেদে কিছু পার্থক্য থাকলেও, সামগ্রিকভাবে গ্যাসের উপর খরচ কিছুটা কমবে।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন