Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার অধীনে কর্মরত সকল সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য বেতন ও পেনশন বিল সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে। রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আগামী ২০২৫ সালের মে মাস থেকে প্রিন্টেড কপি জমা দেওয়ার প্রক্রিয়া ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে। তার পরিবর্তে সম্পূর্ণ ব্যবস্থা চালু হবে ডিজিটাল মাধ্যমে।
আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ঘরে বসে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি জেনে নিন
আর থাকছে না প্রিন্টেড কপি জমা দেওয়ার বাধ্যবাধকতা
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী মে মাস থেকে বেতন বিল এবং মাসিক পেনশন বিলের আর প্রিন্টেড কপি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (AGWB) দপ্তরে জমা দিতে হবে না। এবার থেকে সরকারি অফিসগুলি তাদের TR-18 ফর্মে তৈরি বেতন বিল ও অন্যান্য ভাউচার সরাসরি ডিজিটাল ফর্মে পাঠাবে।
পেনশন বিলেও থাকছে একই নিয়ম
শুধু বেতন নয়, পেনশন বিতরণকারী ট্রেজারি অফিস-গুলিকেও আর কোনো পেনশন বিলের কাগজের কপি জমা দিতে হবে না। সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের মাসিক পেনশন বিল এখন থেকে WBIFMS সিস্টেমের মাধ্যমে সরাসরি ডিজিটাল মাধ্যমেই পাঠানো হবে।
উদ্দেশ্য কী রাজ্য সরকারের?
এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার ই-গভর্ন্যান্স এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনার দিকেই এগিয়ে যাচ্ছে। সরকারি দপ্তরগুলির আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ, দ্রুত ও কাগজবিহীন করার লক্ষ্যেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।